[পূর্ববর্তী লেখার পর]
১. আদর্শ পানির DO এর পরিসীমা কত?
ক. 1-2 mgl-1 খ. 4-8 mgl-1
গ. 5-7 mgl-1 ঘ. 6-8 mgl-1
২. বিশুদ্ধ পানির BOD এর মান কত?
ক. 1-2 mgl-1 খ. 2-3 mgl-1
গ. 3-4 mgl-1 ঘ. 4-5 mgl-1
৩. বিশুদ্ধ পানির COD এর মান কত?
ক. 2 mg/L খ. 4 mg/L
গ. 5 mg/L ঘ. 6mg/L
৪. পানির বিশুদ্ধতার মানদণ্ড সম্পর্কে কোনটি সঠিক?
ক. তাপ বৃদ্ধিতে DO বৃদ্ধি পায়
খ. COD এর মান BOD অপেক্ষা বেশি হয়
গ. DO কমলে BOD কমে
ঘ. COD বৃদ্ধি পেলে দূষণ কমে যায়
৫. স্থির চাপে গ্যাসের গতিবেগ ঘনত্বের কী হয়?
ক. সমানুপাতিক
খ. সমান
গ. বর্গের ব্যস্তানুপাতিক
ঘ. দ্বিগুণ
৬. STP–তে প্রমাণ তাপমাত্রা কত?
ক. 20°C খ. 25°C
গ. 30°C ঘ. 35°C
৭. নিচের গ্যাসগুলোর মধ্যে কোনটির ব্যাপনের হার সমান?
ক. CO2, O2 খ. CO, CO2
গ. CO2, N2O ঘ. N2O, NO2
৮. কোন গ্যাসটির ব্যাপনের হার সবচেয়ে বেশি?
ক. O2 খ. N2
গ. H2 ঘ. CO2
৯. চাপের সঙ্গে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় কোনটিতে?
ক. চার্লসের সূত্রে
খ. বয়েলের সূত্রে
গ. অ্যাভোগ্রেড্রোর সূত্রে
ঘ. গ্রাহামের সূত্রে
১০. WHO অনুমোদিত COD এর সর্বোচ্চ মাত্রা কত?
ক. 6 mg/L খ. 8 mg/L
গ. 10 mg/L ঘ. 12 mg/L
১১. আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ কোনটি?
ক. PV = nRT খ. PV = sRT
গ. V = nRT ঘ. P = RT
১২. TDS কমানোর উপায়—
i. আয়ন বিমুক্ত করা
ii. পাতন
iii. বিপরীত অভিস্রবণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.খ ২.ক ৩.খ ৪.খ ৫.গ ৬.খ ৭.গ ৮.গ ৯.খ ১০.গ ১১.ক ১২.ঘ
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]