বহুনির্বাচনি প্রশ্ন (১২১-১৩০) : অধ্যায় ৫ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

১২১. ছবি সম্পাদনার পর্দা বা ক্যানভাসের একেকটি স্তরকে কী বলে?

ক. ওপাসিটি খ. লেয়ার

গ. পাথ ঘ. Swatches

১২২. লেয়ার প্যালেটে কয়টি লেয়ার থাকতে পারে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. অসংখ্য

১২৩. ছবির কোনো অংশ মুছতে ফটোশপে কোন টুলটি ব্যবহার করা হয়?

ক. Purge tool

খ. Lasso tool

গ. Background Eraser tool

ঘ. Burnt

১২৪. লেয়ার প্যালেটে লেয়ারগুলো কীভাবে বিন্যস্ত হবে?

ক. পর্যায়ক্রমে খ. ছোট থেকে বড়

গ. বড় থেকে ছোট ঘ. এলোমেলোভাবে

১২৫. চোখের আইকনটি লেয়ারের কোন দিকে থাকে?

ক. New layer আইকনের পাশে

খ. ডান দিকে

গ. বাম দিকে

ঘ. নিচের দিকে

১২৬. লেয়ারে কোন ছবি দৃশ্যমানকে অদৃশ্য করতে কোন আইকনটি ব্যবহার করা হয়?

ক. থাম্বনেইল আইকন

খ. লক আইকন

গ. ওপাসিটি

ঘ. Layer visibility icon

১২৭. থাম্বনেইল অর্থ কী?

ক. ক্ষুদ্র ছবির বড় সংস্করণ

খ. বড় ছবির ক্ষুদ্র সংস্করণ

গ. Zoom in

ঘ. মাঝারি সংস্করণ

১২৮. Layer প্যালেট কোন মেনুতে থাকে?

ক. File খ. Edit

গ. Window ঘ. Review

১২৯. একটি নতুন লেয়ারকে অপর কী নামে ডাকা যায়?

ক. ফোরগ্রাউন্ড লেয়ার

খ. থাম্বনেইল লেয়ার

গ. স্বচ্ছ লেয়ার

ঘ. নিউ লেয়ার

১৩০. লেখালেখির কাজে ফটোশপে কোন টুল ব্যবহার করা হয়?

ক. Purge খ. Lasso

গ. Type ঘ. Line

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১২১.খ ১২২.ঘ ১২৩.গ ১২৪.ক ১২৫.গ ১২৬.ঘ ১২৭.খ ১২৮.গ ১২৯.গ ১৩০.গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা