বাংলা ১ম পত্র - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

[পূর্ববর্তী লেখার পর]

বই পড়া

৪১. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’—এ কথা দ্বারা কী বোঝায়?

ক. প্রাতিষ্ঠানিক শিক্ষায় উচ্চতর ডিগ্রি

খ. লাইব্রেরি থেকে বই নিয়ে বিদ্যা অর্জন

গ. কেবল শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষা

ঘ. নিজ উদ্যোগে অর্জিত শিক্ষা

৪২. প্রমথ চৌধুরীর মতে, আমাদের এখন শখ করার সময় নয় কেন?

ক. জাতি হিসেবে বেহিসেবি বলে

খ. জাতি হিসেবে শৌখিন নই বলে

গ. অধিকাংশ লোক অলস বলে

ঘ. সিংহভাগ লোক বেকার বলে

৪৩. ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়’—কে বলেছেন কথাটি?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. প্রমথ চৌধুরী

ঘ. মোতাহের হোসেন চৌধুরী

৪৪. আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চেয়ে কম নয়?

ক. হাসপাতালের চেয়ে

খ. স্কুলের চেয়ে

গ. কলেজের চেয়ে

ঘ. বিশ্ববিদ্যালয়ের চেয়ে

৪৫. প্রমথ চৌধুরীর মতে, কোন কথাটি শুনলে অনেকে চমকে উঠবেন?

ক. বই পড়া সর্বশ্রেষ্ঠ শখ

খ. ধর্মের চর্চা মন্দিরের বাইরেও চলে

গ. শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করায় নয়

ঘ. লাইব্রেরির সার্থকতা স্কুল-কলেজের চেয়ে একটু বেশি

৪৬. প্রমথ চৌধুরী কোন ছদ্মনামে লিখতেন?

ক. বনফুল খ. বীরবল

গ. নীললোহিত ঘ. ভানুসিংহ

৪৭. ‘গলাধঃকরণ’ দ্বারা কী বোঝায়?

ক. হজম করা খ. পেট ভরানো

গ. খাওয়া ঘ. গিলে ফেলা

৪৮. ‘সবুজপত্র’ পত্রিকাটি কে সম্পাদনা করেছেন?

ক. প্রমথ চৌধুরী

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

৪৯. চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?

ক. সবুজপত্র

খ. নবযুগ

গ. সমাচার দর্পণ

ঘ. সংবাদ প্রভাকর

৫০. যে জাতি মনে বড় নয়, সে জাতি কিসে বড় নয়?

ক. শিক্ষায় খ. অর্থে

গ. জ্ঞানে ঘ. ধনে

সঠিক উত্তর

বই পড়া: ৪১.ঘ ৪২.খ ৪৩.গ ৪৪.ক ৪৫.ঘ ৪৬.খ ৪৭.ঘ ৪৮.ক ৪৯.ক ৫০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]