পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত?
ক. ১৫.২৩% খ. ১৭.৩০%
গ. ১৯.৯৪% ঘ. ২০.৯৪%
নিচের উদ্দীপকের আলোকে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বায়ুমণ্ডলের উপাদানগুলোর মধ্যে N2, O2, CO2, N2O, Ar উল্লেখযোগ্য। এই গ্যাসগুলো জীবের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু কোনোটির অতিরিক্ত মাত্রা জীবের জন্য ক্ষতিকর।
২. উদ্দীপকে উল্লিখিত কোন গ্যাসটি উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান কাঁচামাল কোনটি?
ক. N2 খ. CO2
গ. O2 ঘ. N2O
৩. অতিরিক্ত মাত্রার গ্যাস প্রাণিকুলের উপকার করে—
i. বায়ুর আয়তন বৃদ্ধির মাধ্যমে
ii. তাপমাত্রা হ্রাসের মাধ্যমে
iii. উদ্ভিদের খাদ্য তৈরির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. বায়ুমণ্ডলের কোন উপাদানটি বায়ুর আয়তন বৃদ্ধি ও অক্সিজেনকে পাতলা করে?
ক. কার্বন ডাই–অক্সাইড
খ. নাইট্রোজেন
গ. জলীয় বাষ্প
ঘ. ওজোন গ্যাস
৫. বায়ুমণ্ডলে কোন গ্যাসের উপস্থিতি সবচেয়ে কম?
ক. হাইড্রোজেন খ. নাইট্রাস অক্সাইড
গ. মিথেন ঘ. নিয়ন
৬. বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস কোনটি?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. ক্রিপ্টন ঘ. কার্বন ডাই–অক্সাইড
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পলা ও কনা দুই বন্ধু বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস নিয়ে আলোচনা করছেন। যদিও বায়ুমণ্ডলের নাইট্রোজেনের অনুপাত অন্যান্য গ্যাসের তুলনায় অনেক বেশি, তথাপি এটি একটি নিষ্ক্রিয় গ্যাস হিসেবে অবস্থান করে।
৭. উদ্দীপকের গ্যাসটি কোনটিতে সাহায্য করে?
ক. জীবের প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুতে
খ. শ্বাস গ্রহণে
গ. গাছপালার পুষ্টির সাধনে
ঘ. জলবায়ু নিয়ন্ত্রণে
৮. উদ্দীপকে নাইট্রোজেন গ্যাস—
i. প্রাণীর শ্বাস গ্রহণে সাহায্য করে
ii. অক্সিজেনকে পাতলা করে
iii. বায়ুর আয়তন বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. স্বাভাবিক অবস্থায় কত মিটার উচ্চতায় ১° সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়?
ক. ১৪৬ মিটার খ. ১৫৬ মিটার
গ. ১৬৬ মিটার ঘ. ১৭৬ মিটার
১০. বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত সংঘটিত হয়?
ক. ট্রপোস্ফিয়ার খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. আয়নোস্ফিয়ার ঘ. থার্মোস্ফিয়ার
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.ঘ ২.খ ৩.খ ৪.খ ৫.গ ৬.গ ৭.ক ৮.গ ৯.গ ১০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা