৩০. বিপজ্জনক লেবেলকৃত পদার্থের বৈশিষ্ট্য—
i. এগুলো মারাত্মক বিষাক্ত পদার্থ
ii. এদের অবশ্যই তালাবদ্ধ স্থানে সংরক্ষণ করতে হবে
iii. পরীক্ষার পর পরীক্ষণ মিশ্রণের যথাযথ পরিশোধন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. দাহ্য পদার্থগুলো বৈশিষ্ট্য হলো, এগুলোতে—
i. সহজেই আগুন ধরতে পারে
ii. বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়
iii. এগুলো কেবল তরল হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. তেজস্ক্রিয় দুর্ঘটনার কুফল—
i. ক্যানসার এবং মৃত্যু
ii. বিকলাঙ্গ সন্তানের জন্ম
iii. প্রজন্মান্তরে ত্রুটিপূর্ণ জিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ হচ্ছে—
i. বেনজিন
ii. টলুইন
iii. জাইলিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. নিচের কোনটি উদ্ভিদ ও প্রাণীর জন্য ক্ষতিকর?
i. লেড
ii. মার্কারি
iii. নাইট্রোগ্লিসারিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. আগুন বা তাপ থেকে দূরে রাখতে হয়—
i. মোম
ii. অ্যারোসোল
iii. পেট্রোলিয়াম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. কোনটি সংরক্ষণে প্রিজারভেটিভস ব্যবহার করা হয়?
ক. জুস খ. মাংস
গ. মাছ ঘ. ফলমূল
৩৭. কোনটি অজৈব যৌগ?
ক. শ্বেতসার খ. আমিষ
গ. চর্বি ঘ. নাইট্রিক অ্যাসিড
৩৮. কাঁচা আমে কোন অ্যাসিড থাকে?
ক. সাক্সিনিক খ. নাইট্রিক
গ. অক্সিজেন ঘ. হাইড্রোক্লোরিক
৩৯. নিচের চিত্রটি লক্ষ করো। চিত্রের সাংকেতিক চিহ্নটি কী–সংক্রান্ত?
ক. পরিবেশ খ. বিপজ্জনক
গ. আগুনের শিখা ঘ. বিস্ফোরিত বোমা
৪০. কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম—এর মূল উপাদান কী?
ক. কার্বন খ. হাইড্রোকার্বন
গ. হাইড্রোজেন ঘ. মিথেন
৪১. পাকস্থলীতে কোন গ্যাস বেশি জমা হলে অ্যাসিডিটির সমস্যা হয়?
ক. সাক্সিনিক খ. ম্যালেয়িক
গ. হাইড্রোক্লোরিক ঘ. মিথেন
৪২. উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ অংশে কী তৈরি করে?
ক. গ্লুকোজ খ. সুক্রোজ
গ. অক্সিজেন ঘ. কার্বন ডাই–অক্সাইড
৪৩. দাহ্য পদার্থ কোনটি?
ক. ইথার খ. টিএনটি
গ. গ্লিসারিন ঘ. পার–অক্সাইড
৪৪. স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ কোনটি?
ক. টলুইন খ. নাইট্রোজেন
গ. অক্সিজেন ঘ. টিএনটি
৪৫. ক্লোরোবেনজিন কোন ধরনের পদার্থ?
ক. দাহ্য পদার্থ খ. বিষাক্ত পদার্থ
গ. অ্যাসিডীয় পদার্থ ঘ. ঝুঁকিপূর্ণ পদার্থ
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩০. গ ৩১. ক ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. গ ৩৬. ক ৩৭. ঘ ৩৮. ক৩৯. ক ৪০. খ ৪১. গ ৪২. ক ৪৩. ক ৪৪. ক ৪৫. খ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা