[পূর্ববর্তী লেখার পর]
১৭. ১৯৭১ সালের ২৫ শে মে ঢাকার কয় জায়গায় গ্রেনেড ফেটেছিল?
ক. ৪ জায়গায় খ. ৬ জায়গায়
গ. ৮ জায়গায় ঘ. ১০ জায়গায়
১৮. একাত্তরের মুক্তিযুদ্ধে মোবারক হোসেন তার বন্ধুদের নিয়ে বোমা মেরে পাক বাহিনীর ২টি গাড়ি উড়িয়ে দিয়েছে। প্রসঙ্গটি ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন দিককে নির্দেশ করে?
ক. মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতা
খ. সম্মুখ সমরের চিত্র
গ. নির্মম বোমাবাজির ভয়াবহতা
ঘ. বাঙালির প্রতিরোধের চিত্র
১৯. মঞ্জুর যাওয়ার সময় জাহানারা ইমামকে কী দিয়ে গেলেন?
ক. বাংলাদেশের পতাকা
খ. রুমীর মৃত্যুর সংবাদ
গ. শহিদের রক্তে ভেজা শার্ট
ঘ. স্বাধীন বাংলার মানচিত্র
২০. ‘আবার খানিক পরে কেঁদে আকুল হয়ে বলেছি—’ লেখিকা কী বলেছিলেন?
ক. না, মার্সি পিটিশন করো
খ. মার্সি পিটিশন কোরো না
গ. যেকোনো মূল্যে রুমীকে মুক্ত করো
ঘ. রুমীকে নয়, আমি স্বাধীনতা চাই
২১. নদীতে ভেসে যাওয়া লাশগুলো ছিল—
i. পেছনে হাত বাঁধা
ii. বস্তায় বাঁধা
iii. গুলিবিদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন—
i. আবদুল জব্বার
ii. অজিত রায়
iii. রথীন্দ্রনাথ রায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. চরমপত্রের বৈশিষ্ট্য ছিল—
i. এটা ছিল বাংলা রম্য কথিকা
ii. খিচুড়ি ভাষার বিশেষ পরিবেশনা
iii. দারুণ অনুপ্রেরণাদায়ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. ‘সজ্জন’ শব্দের অর্থ কী?
ক. জনমানবহীন খ. ভালো মানুষ
গ. খাবার ঘ. পাখি
২৫. ‘নিষ্ক্রিয়তা’ বলতে কোনটি বোঝায়?
ক. নিজস্বতা খ. নিষ্ফল
গ. নিষ্কর্মতা ঘ. নিষ্প্রভ
২৬. ‘কূটকৌশল’ শব্দের অর্থ কী?
ক. সুবুদ্ধি খ. দুর্বুদ্ধি
গ. সুচিন্তা ঘ. দুশ্চিন্তা
২৭. ‘একাত্তরের দিনগুলি’ কোন শ্রেণির রচনা?
ক. উপন্যাস খ. ছোটগল্প
গ. প্রেরণাদায়ক ঘ. দিনপঞ্জি
২৮. হানাদার বাহিনী জোর করে কী খোলা রেখেছিল?
ক. স্কুল-কলেজ খ. লাইব্রেরি
গ. হাসপাতাল ঘ. বিশ্ববিদ্যালয়
২৯. ‘একাত্তরের দিনগুলি’ রচনা কোন অবস্থার মর্মন্তুদ বিবরণ?
ক. উত্তাল খ. দুর্বিষহ
গ. বিক্ষুব্ধ ঘ. অশান্ত
৩০. গর্ভজাত সন্তানকে বাঁচাতে ক্ষমা প্রার্থনা না করে জাহানারা ইমাম কিসের পরিচয় দেন?
ক. জাত্যাভিমানের খ. অহংকারের
গ. আত্মমর্যাদার ঘ. স্বজাত্যবোধের
৩১. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় উল্লিখিত কোন নেশায় খানিকক্ষণ দুঃখ-কষ্ট ভুলে থাকা যায়?
ক. বই পড়ার খ. গল্প করার
গ. ঘুমিয়ে থাকার ঘ. বাগান করার
সঠিক উত্তর
একাত্তরের দিনগুলি: ১৭.খ ১৮.ক ১৯.ক ২০.ক ২১.খ ২২.ঘ ২৩.খ ২৪.খ ২৫.গ ২৬.খ ২৭.ঘ ২৮.ক ২৯.খ ৩০.গ ৩১.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]