২১. প্রশ্ন: সার, কীটনাশক, হাসপাতালের বর্জ্য ইত্যাদির মাধ্যমে —---- দূষিত হয়।
উত্তর: মাটি
২২. প্রশ্ন: মাটিদূষণের ফলে —---- উর্বরতা শক্তি নষ্ট হয়।
উত্তর: জমির
২৩. প্রশ্ন: মাটিদূষণের ফলে গাছপালা ও —---- মারা যায়।
উত্তর: পশুপাখি
২৪. প্রশ্ন: গাছপালা ও পশুপাখির বাসস্থান মাটিদূষণের ফলে —---- হয়।
উত্তর: ধ্বংস
২৫. প্রশ্ন: মাটিদূষণ মানুষের স্বাস্থ্যের ওপর —---- প্রভাব ফেলে।
উত্তর: ক্ষতিকর।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা