পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
২১. পরফিরি বিধেয়কের তালিকা থেকে কোনটি বাদ দেন?
ক. সংজ্ঞা খ. জাতি
গ. উপলক্ষণ ঘ. অবান্তর লক্ষণ
২২. কোনো গুণকে উপলক্ষণ বলার কারণ হলো–
i. জাত্যর্থের অংশ নয় বলে
ii. জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় বলে
iii. জাত্যর্থ থেকে ব্যাপক বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. সবচেয়ে বড় জাতি কোনটি?
ক. আসন্নতম জাতি
খ. মধ্যবর্তী উপজাতি
গ. অবর জাতি
ঘ. পরতম জাতি
২৪. মানুষের গায়ের বর্ণ হিসেবে ‘কালো রং’ এটা কিসের লক্ষণ?
ক. শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ
খ. শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ
গ. ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ
ঘ. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ
২৫. ‘শান্তিপ্রিয়’ গুণটি কোন ধরনের বিধেয়ক?
ক. জাতি
খ. উপজাতি
গ. বিভেদক লক্ষণ
ঘ. অবান্তর লক্ষণ
২৬. বিধেয়ক উপস্থিত থাকে না কোন ধরনের যুক্তিবাক্যে?
ক. ইতিবাচক বাক্যে/সদর্থক বাক্যে
খ. নেতিবাচক বাক্যে/নঞর্থক বাক্যে
গ. সার্বিক বাক্যে
ঘ. বিশেষ বাক্যে
২৭. জাতি ও উপজাতি হচ্ছে—
i. সাপেক্ষ পদ
ii. শ্রেণিবাচক পদ
iii. ব্যক্তর্থযুক্ত পদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ২১.ক ২২.ক ২৩.ঘ ২৪.ক ২৫.ঘ ২৬.খ ২৭.ঘ
এস এম হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, সিটি কলেজ, ঢাকা