নিকারাগুয়ার সান সেবাস্তিয়ানের একটি লোকাচার
নিকারাগুয়ার সান সেবাস্তিয়ানের একটি লোকাচার

লোকাচার - সমাজবিজ্ঞান ১ম পত্র, অধ্যায় ৪ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

[এর আগের প্রকাশিত লেখা]

২১. সমাজ কাঠামোর উপাদান—

  i. মূল্যবোধ 

  ii. প্রতিষ্ঠান 

  iii. চিত্তবিনোদন    

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii  

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২২. লোকাচারের তুলনায় লোকরীতি—

  i. বেশি গুরুত্বপূর্ণ 

  ii. বেশি স্থায়ী 

  iii. বেশি সম্পৃক্ত 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii  খ. i ও iii  

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২৩. ‘দেশকে ভালোবাসা’ কী? 

ক. লোকাচার খ. প্রথা 

গ. লোকরীতি ঘ. লোককথা

২৪. সমাজবিজ্ঞানী সানমার দলকে কয় ভাগে ভাগ করেছেন?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে 

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে 

২৫.  ‘Folkways’ অর্থ কী? 

ক. প্রথা খ. লোকাচার 

গ. লোকরীতি ঘ. লোকসংগীত 

২৬. নিচের কোনটি সামাজিক নিয়ন্ত্রণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?  

ক. ব্যক্তিত্ব খ. পৌরাণিক কাহিনি 

গ. ধর্ম ঘ. শিল্পকলা 

২৭. সামাজিক নিয়ন্ত্রণের প্রাথমিক বাহন কোনটি? 

ক. রাষ্ট্র

খ. লোকাচার ও লোকরীতি 

গ. পরিবার ঘ. জনমত 

২৮. কোনো বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য কোনটি গড়ে ওঠে?

ক. পরিবার খ. সমাজ

গ. সংঘ ঘ. প্রতিষ্ঠান

২৯. সমাজবিজ্ঞানের ‘কেন্দ্রীয় প্রত্যয়’ কোনটি?

ক. মানুষ খ. সমাজকাঠামো 

গ. সম্প্রদায় ঘ. প্রতিষ্ঠান

৩০. ‘ভূমিদাসরা ভূস্বামী প্রদত্ত জমিতে চাষবাস করত’—উক্তিটি কোন সমাজের ক্ষেত্রে প্রযোজ্য?

ক. আদিম সাম্যবাদী সমাজ খ. দাস সমাজ

গ. সামন্ত সমাজ ঘ. পুঁজিবাদী সমাজ

৩১. কোনটি সামগ্রিক জীবনপ্রণালিকে নির্দেশ করে?

ক. প্রথা খ. ধর্ম

গ. সংস্কৃতি ঘ. আইন

৩২. ইংরেজি সাহিত্যে প্রথম কে ‘Culture’ শব্দটি ব্যবহার করেন?

ক. শেকস্​পিয়ার খ. হোমার

গ. ফ্রান্সিস বেকন ঘ. কার্ল মার্ক্স

৩৩. সমাজবিজ্ঞানী আর টি শেফারের মতে, মানুষকে সমাজে বসবাসের উপযোগী হিসেবে গড়ে তুলতে সংস্কৃতির কয়টি উপাদান কাজ করে?

ক. একটি খ. দুটি

গ. তিনটি ঘ. চারটি

৩৪. সংস্কৃতি আয়ত্ত করা হয় কিসের মাধ্যমে?

ক. পরিবারের খ. সামাজিকীকরণের

গ. সংঘের ঘ. প্রেষণার

৩৫. প্রথম ‘Civilization’ শব্দটি ব৵বহার করেন কে? 

ক. ভলতেয়ার খ. অ্যারিস্টটল

গ. কার্ল মার্ক্স ঘ. ম্যাক্স ওয়েবার

৩৬. সভ্যতা বলতে বোঝায়—

i. সভ্য আচরণ

ii. অগ্রসরমান জটিল সংস্কৃতি

iii. বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii  

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৩৭. সভ্যতার বৈশিষ্ট্য কোনটি?

ক. অর্জন করতে হয় খ. সকলের কাছে সহজেই গ্রহণযোগ্য

গ. পরিমাপ করা যায় না ঘ. ধীরগতিসম্পন্ন

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. গ ২৮. গ ২৯. খ ৩০. গ ৩১. গ ৩২. গ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. খ ৩৭. খ

মোহাম্মদ জসিমউদ্দীন, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা