প্রিয় এসএসসি ২০২৪ পরীক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা উপলক্ষে শেষ মুহুর্তে দেখে নাও অধ্যায় ১, অধ্যায় ২, অধ্যায় ৩, অধ্যায় ৪ ও অধ্যায় ৫ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন।
১. একুশ শতকে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে?
ক. অর্থ-সম্পদভিত্তিক
খ. বাজেটভিত্তিক
গ. জ্ঞানভিত্তিক
ঘ. তথ্যভিত্তিক
২. পৃথিবীর সম্পদ কোনটি?
ক. রোবট খ. জ্ঞান
গ. সাধারণ মানুষ ঘ. খনিজ সম্পদ
৩. কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠছে?
ক. আন্তর্জাতিকতা খ. সৃজনশীলতা
গ. জ্ঞান ঘ. সুনাগরিকত্ব
৪. পৃথিবীর সম্পদ মানুষই পারে—
i. জ্ঞান অন্বেষণ করতে
ii. জ্ঞান ধারণ করতে
iii. জ্ঞান ব্যবহার করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে নিচের কোনটির কারণে?
ক. Internet
খ. E-mail
গ. Internationalization
ঘ. Facebook
৬. নিচের কোনটি Globalization ও Internationalization ত্বরান্বিত হওয়ার পেছনের কারণ?
ক. যোগাযোগ ব্যবস্থা
খ. পারস্পরিক সহযোগিতা
গ. শিল্পবিপ্লব
ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৭. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলাফল–
i. Greenhouse Effect
ii. Globalization
iii. Internationalization
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হাবিব স্যার ক্লাসে পড়ানোর সময় একুশ শতকের আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয় তরান্বিত হওয়ার পেছনের কারণটির প্রতি আলোকপাত করছিলেন।
৮. হাবিব স্যারের আলোচনায় আলোকপাত করা বিষয় কোনটি?
ক. জ্ঞান
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. অর্থ
ঘ. সৃজনশীলতা
৯. হাবিব স্যার যে দুটি বিষয় তরান্বিত হওয়ার ব্যাপারে আলোচনা করছিলেন, তা হলো—
i. Information Technology
ii. Globalization
iii. Internationalization
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. প্রকৃতির ওপর মানুষের নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনে কারণ কী?
ক. অর্থের ব্যবহার
খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার
গ. ইন্টারনেট
ঘ. তথ্যের ক্রমবিকাশ
১১. ইনফরমেশন হাইওয়ের প্রাথমিক রূপ কোনটি?
ক. ইন্টারনেট খ. নেটওয়ার্ক
গ. আইসিটি ঘ. সফটওয়্যার
১২. একুশ শতকে টিকে থাকতে হলে—
i. উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে
ii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জ্ঞানার্জন করতে হবে
iii. তথ্যপ্রযুক্তিতে পারদর্শী হতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন তৈরি করে কত সালে?
ক. ১৮৩৩ খ. ১৮৪২
গ. ১৯৫৩ ঘ. ১৯৯১
১৪. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন কোন বিজ্ঞানী?
ক. চার্লস ব্যাবেজ
খ. অ্যাডা লাভলেস
গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ. জগদীশচন্দ্র বসু
১৫. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে—
i. স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যায়
ii. সরকারি সেবার মান উন্নত হয়
iii. ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. শিল্পবিপ্লব কবে সংঘটিত হয়েছিল?
ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে
খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
গ. ঊনবিংশ শতাব্দীর শেষে
ঘ. বিংশ শতাব্দীতে
১৭. ভবিষ্যতে পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে কারা?
ক. যারা ঘরে বসে থাকবে
খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে
গ. যারা অর্থভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে
ঘ. যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে
১৮. মানুষ কোনটির ওপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে?
ক. যন্ত্রের ওপর খ. ইচ্ছার ওপর
গ. জ্ঞানের ওপর ঘ. তথ্যের ওপর
১৯. জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি?
ক. সৃজনশীলতা
খ. বিপ্লব করার ক্ষমতা
গ. চিন্তাভাবনা
ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা
২০. একুশ শতকে টিকে থাকতে হলে কোন বিষয়টি অবশ্যই জানতে হবে?
ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. বিশ্বগ্রাম
ঘ. বিশ্বায়ন
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.গ ২.গ ৩.গ ৪.ঘ ৫.গ ৬.ঘ ৭.গ ৮.খ ৯.গ ১০.খ ১১.ক ১২.গ ১৩.ঘ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.ক ১৯.ঘ ২০.খ
১. কোথায় বিনা মূল্যে অ্যান্টিভাইরাস পাওয়া যায়?
ক. ওয়েবসাইটে খ. মেমোরিতে
গ. ইন্টারনেটে ঘ. লাইব্রেরিতে
২. ডিস্ক ডিফ্র্যাগমেন্টার কী কাজে ব্যবহার
করা হয়?
ক. হার্ডডিস্কের জায়গা পূর্ণ করতে
খ. টেম্পোরারি ফাইল তৈরি করতে
গ. কম্পিউটারের কাজের গতি বাড়াতে
ঘ. কাজের গতি কমাতে
৩. কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়—
i. ডিস্ক ক্লিনআপ
ii. ম্যালওয়্যার
iii. ডিস্ক ডিফ্র্যাগমেন্টার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পলাশ কয়েক দিন ধরে লক্ষ করছেন তাঁর কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায়, আবার চালু হয়। কম্পিউটারটির কাজের গতিও কমে গেছে। তখন মনে পড়ল বন্ধু রবিনের পেনড্রাইভ থেকে একটি গান কপি করার পর থেকে এ অবস্থা শুরু হয়েছে।
৪. কম্পিউটারের এ অবস্থার জন্য কোনটি দায়ী হতে পারে?
ক. অ্যান্টিভাইরাস সফটওয়্যার
খ. ভাইরাস সফটওয়্যার
গ. ইউটিলিটি সফটওয়্যার
ঘ. অপারেটিং সিস্টেম সফটওয়্যার
৫. এর ফলে পলাশের কম্পিউটারে—
i. অপ্রত্যাশিত বার্তা প্রদর্শন করতে পারে
ii. রাখা ফাইলের আকার বেড়ে যেতে পারে
iii. মেমোরি কম দেখাতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. কম্পিউটারে Out of Memory দেখায় যখন—
i. মেমোরি পর্যাপ্ত থাকে
ii. অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গেলে
iii. একসঙ্গে একাধিক প্রোগ্রাম ওপেন করে কাজ করতে চাইলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. কম্পিউটারকে সচল ও কার্যক্ষম রাখতে কী করতে হবে?
ক. রক্ষণাবেক্ষণ করতে হবে
খ. নতুন কম্পিউটার কিনতে হবে
গ. কম্পিউটার সফটওয়্যার বদলাতে হবে
ঘ. রিপেয়ার করতে হবে
৮. বর্তমানে বেশির ভাগ কম্পিউটারে ব্যবহার করা হয় মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম, তার নাম কী?
ক. উইন্ডোজ খ. ডস
গ. লিনাক্স ঘ. ইউনিক্স
৯. সিডি, ডিভিডি বা পেনড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?
ক. Restart খ. Auto run
গ. Read me ঘ. Setup
১০. সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে—
i. হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কি না
ii. অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কি না
iii. অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কি না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে আমাদের যে বিষয়গুলো লক্ষ রাখতে হবে—
i. সফটওয়্যারটি হার্ডওয়্যার সাপোর্ট করে কি না
ii. ‘read me’ file-এ জরুরি কিছু আছে কি না
iii. অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কি না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কী করতে হয়?
ক. হালনাগাদ খ. নতুন তৈরি
গ. রিপেয়ার ঘ. আনইনস্টল
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রমা এক বছর আগে একটি কম্পিউটার কিনেছিল। এক বছর যেতে না যেতেই কম্পিউটারটির গতি দিন দিন কমে যাচ্ছে। এর জন্য সে ভীষণ চিন্তায় পড়ে গেল। প্রমার বান্ধবী তাকে একটি সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের গতি বাড়ানোর পরামর্শ দিল।
১৩. প্রমার বান্ধবী তাকে কোন সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিল?
ক. এমএস ডস খ. এমএস ওয়ার্ড
গ. ডিস্ক ক্লিনআপ ঘ. উইন্ডোজ
১৪. উদ্দীপকে কম্পিউটারের গতি কমে যাওয়ার কারণ হলো—
i. টেম্পোরারি ফাইল ii. ভাইরাস
iii. কম্পিউটারটি পুরোনো হয়ে গেছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. কোন সফটয়্যার আনইনস্টল করলে সফটওয়্যারটির কিছু অংশ অপারেটিং সিস্টেমের কোন ফাইলে থেকে যায়?
ক. ডিরেক্টরি খ. রেগুলার
গ. স্পেশাল ঘ. রেজিস্ট্রি
উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মাসুদ আইডিবি কম্পিউটার মার্কেট থেকে একটি অ্যান্টিভাইরাসের সিডি কিনল। এখন সে নিরাপদভাবে কম্পিউটার ব্যবহার করতে পারে।
১৬. মাসুদ কেন সিডিটি কিনল?
ক. এটি তার খুব প্রিয় সিডি
খ. কারণ সে কম্পিউটার ব্যবহার করে
গ. কম্পিউটারে ইন্টারনেট চালানোর জন্য
ঘ. কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য
১৭. মাসুদ সফটওয়্যারটি ব্যবহারে যে উপকার পাবে—
i. টেম্পোরারি ফাইল তৈরিতে সহযোগিতা করবে
ii. কম্পিউটারের গতি বেড়ে যাবে
iii. ভাইরাস নির্মূল হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. আইসিটি যন্ত্রগুলো মূলত কিসের মাধ্যমে পরিচালিত হয়?
ক. হার্ডওয়্যার খ. বিদ্যুৎ
গ. সফটওয়্যার ঘ. ব্যবহারকারী
১৯. সফটওয়্যার ব্যবহার করে কাজ করতে অবশ্যই কী করতে হবে?
ক. কিনতে হবে
খ. ডাউনলোড করতে হবে
গ. ইনস্টল করতে হবে
ঘ. আনইনস্টল করতে হবে
২০. কম্পিউটারে প্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়?
ক. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
খ. অপারেটিং সিস্টেম
গ. অফিস সফটওয়্যার
ঘ. অ্যান্টিভাইরাস
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.গ ২.গ ৩.খ ৪.খ ৫.ঘ ৬.গ ৭.ক ৮.ক ৯.খ ১০.ঘ ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.গ ১৯.গ ২০.খ
১. EPUB-এর পূর্ণ রূপ কোনটি?
ক. Electro Publication
খ. Electronic Publication
গ. Enormous Publication
ঘ. Easy Publication
২. কোন ফরম্যাটে প্রকাশিত ই-বুক ফিল্ডস রিডারে পড়া যায়?
ক. HTML খ. DBS
গ. Website ঘ. EPUB
৩. আইবুক রিডারের স্বকীয়তা নির্ধারক কোনটি?
ক. ইন্টারনেট
খ. আইবুক রিডারের নিজস্ব ফরম্যাট
গ. ই-বুক
ঘ. ফিল্ডস
৪. ভিডিও কনটেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণ—
i. মোবাইল ফোনে ভিডিওর ব্যবস্থা থাকা
ii. ভিডিও শেয়ারিং সাইট থাকা
iii. ই-বুকের ব্যবহার বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. কোন ধরনের ই-বুকে অ্যানিমেশন জুড়ে দেওয়া যায়?
ক. অনলাইনের ই-বুকে
খ. মুদ্রিত বইয়ের ই-বুকে
গ. চৌকস ই-বুকে
ঘ. সব ধরনের ই-বুকে
৬. ভিডিও যুক্ত করা যায় কোন ই-বুকে?
ক. ইনফো–গ্রাফিক্সে
খ. মুদ্রিত বইয়ের ই-বুকে
গ. ওয়েবিনাতে
ঘ. চৌকস ই-বুকে
৭. কুইজ ব্যবহারের ব্যবস্থা থাকে কোন ই-বুকে?
ক. ইন্টারনেটের ই-বুকে
খ. স্মার্ট ই-বুকে
গ. মুদ্রিত ই-বুকে
ঘ. শ্বেতপত্রে
৮. কোন ই-বুকে ত্রিমাত্রিক ছবির ব্যবহার
করা যায়?
ক. স্মার্ট ই-বুকে খ. আইবুক রিডারে
গ. ফিল্ডসে ঘ. ই-পাবে
৯. কোন জাতীয় ই-বুক কেবল সুনির্দিষ্ট হার্ডওয়্যারের ভিত্তিতে চলে?
ক. ওপেন কম্পিউটার্সের তৈরি আইবুক
খ. ডিজিটাল ই-বুক
গ. মুদ্রিত ই-বুক
ঘ. ইলেকট্রনিক ই-বুক
১০. আইবুক কোন কোম্পানির তৈরি?
ক. গুগল খ. ওপেন কম্পিউটার্স
গ. ইয়াহু ঘ. অ্যামাজন
১১. ওপেন কম্পিউটার্সের তৈরি আইবুক কোন কম্পিউটারে ভালোভাবে পড়া যায়?
ক. ম্যাক খ. আইবুক এ
গ. ফিল্ডস এ] ঘ. ই-পাব এ
১২. ডাউনলোড করা ই-বুক অ্যাপস পড়তে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
ক. ওয়েবসাইট খ. ল্যান্ডফোন
গ. কম্পিউটার ঘ. টেলিভিশন
১৩. ই-বুকের অ্যাপস কী আকারে প্রকাশিত হয়?
ক. পিডিএফ আকারে
খ. ওয়েবসাইট আকারে
গ. অ্যাপস আকারে
ঘ. ডাউনলোড আকারে
১৪. ওয়েবসাইটে প্রবেশ করার জন্য কোনটি অবশ্যই প্রয়োজন?
ক. ডেস্কটপ খ. ট্যাবলেট
গ. স্মার্টফোন ঘ. ইন্টারনেট সংযোগ
১৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি?
ক. কম্পিউটার খ. স্মার্টফোন
গ. ইন্টারনেট ঘ. টেলিভিশন
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রাফি বাজার থেকে বই কিনে পড়াশোনা করে। একদিন রাফি দেখল তার বন্ধু তাসিনও বই পড়ছে তবে সেটি একটি যন্ত্র ব্যবহার করে। রাফির বন্ধু যে বই পড়ছে, সে বইকে বলা হয় ই-বুক।
১৬. রাফির বন্ধুর ব্যবহৃত যন্ত্রের নাম কী?
ক. টেলিফোন খ. স্ট্রিমিং
গ. রিডার ঘ. ওয়েবসাইট
১৭. তাসিন যে বইটি পড়ছিল তা—
i. অডিও ফাইল আকারে প্রকাশিত হতে পারে
ii. মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি হতে পারে
iii. অ্যাপস আকারে প্রকাশিত হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ই-লার্নিং কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. মোবাইল খ. অ্যাপস
গ. ইন্টারনেট ঘ. ই-পাব
১৯. ই-লার্নিং নিচের কোন ক্ষেত্রটির সঙ্গে সম্পর্কিত?
ক. কৃষি খ. স্বাস্থ্য
গ. শিক্ষা ঘ. বাণিজ্য
২০. ইন্টারনেট থেকে বই নামাতে কোন অপশনটি ব্যবহার করা হয়?
ক. ওপেন খ. পিডিএফ
গ. ডাউনলোড ঘ. ফ্রিল্যান্স
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.খ ২.ঘ ৩.খ ৪.ক ৫.গ ৬.ঘ ৭.খ ৮.ক ৯.ক ১০.খ ১১.ক ১২.গ ১৩.গ ১৪.ঘ ১৫.ক ১৬.গ ১৭.গ ১৮.গ ১৯.গ ২০.গ
১. Font গ্রুপ কোন মেনুতে থাকে?
ক. Insert খ. Office
গ. Home ঘ. Edit
২. ওয়ার্ডে কোন ধরনের ফন্ট ব্যবহার করা যায়?
ক. বাংলা খ. ইংরেজি
গ. আরবি ঘ. সব কটি
৩. কম্পিউটারে বাংলা লেখার জন্য কোন বোতামটি লিংক হিসেবে কাজ করে?
ক. A খ. B
গ. G ঘ. P
৪. কম্পিউটারে প্রিন্টিংয়ের ক্ষেত্রে লেখা সাজানোকে কী বলে?
ক. কম্পোজিং খ. টাইপিং
গ. পাবলিশিং ঘ. প্রিন্টিং
৫. বানান সংশোধনের কাজকে কী বলা হয়?
ক. ডিবাগিং খ. এডিটিং
গ. প্রুফ দেখা ঘ. এনকোডিং
৬. ফন্টের রং নির্ধারণে কোন অপশনে যেতে হবে?
ক. Font গ্রুপ খ. Font রং
গ. Font সাইজ ঘ. Font আইকন
৭. ফন্ট সাজসজ্জার কাজ হয় কোন ট্যাবে?
ক. Home খ. Reference
গ. Insert ঘ. Font
৮. ফন্টের রং হিসেবে কোনটি নির্বাচন করতে হয়?
ক. কালো
খ. সাদা
গ. লাল
ঘ. ইচ্ছার ওপর নির্ভর করে
৯. লেখালেখির সাজসজ্জায় কোনটি ব্যবহৃত হয়?
ক. সূত্র খ. কপি পেস্ট
গ. বুলেট ঘ. প্রিন্ট
১০. Enter-এর অপর নাম কী?
ক. ট্যাব কি
খ. রিটার্ন কি
গ. শিফট কি
ঘ. ব্যাকস্পেস কি
১১. বুলেট অপশনটি কোন গ্রুপে থাকে?
ক. Font খ. Illustrations
গ. Paragraph ঘ. Clipboard
১২. বুলেট ও নম্বরের আইকন কমান্ড কোন ট্যাবে পাওয়া যায়?
ক. Insert খ. Home
গ. Paragraph ঘ. Font
১৩. Paragraph গ্রুপটি কোন ট্যাবের অন্তর্ভুক্ত?
ক. Insert খ. References
গ. Home ঘ. Review
১৪. টেবিলে কী থাকে?
ক. কলাম খ. সারি
গ. ডেটা ঘ. সব কটি
১৫. ‘Enter’ কী ধরনের বাটন?
ক. Gap সূচক খ. অসম্মতিসূচক
গ. সম্মতিসূচক ঘ. ডিলিটসূচক
১৬. লেখালেখির সময় Enter চাপলে মাউস কার্সরটি কোন দিকে যায়?
ক. ওপরের দিকে খ. নিচের দিকে
গ. পাশের দিকে ঘ. বাম পাশে
১৭. Enter-এর অপর নাম কী?
ক. ট্যাব–কি খ. রিটার্ন–কি
গ. শিফট–কি ঘ. ব্যাকস্পেস–কি
১৮. কোনো লেখাকে মাঝখানে অবস্থানের জন্য কোন অপশনটি ব্যবহার করা হয়?
ক. Right খ. Center
গ. Moderate ঘ. Align
১৯. দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার জন্য কোন টুলসটি ব্যবহার করা হয়?
ক. Tab খ. Space
গ. Line Spacing ঘ. Page Break
২০. Line Spacing অপশনটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত?
ক. References খ. Illustrations
গ. Paragraph ঘ. Font
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.গ ২.ঘ ৩.গ ৪.ক ৫.গ ৬.খ ৭.ক ৮.ঘ ৯.গ ১০.খ ১১.গ ১২.খ ১৩.গ ১৪.ঘ ১৫.গ ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.গ ২০.গ
১. Movie অপশনটি কোন মেনুতে পাওয়া যায়?
ক. Review খ. Insert
গ. view ঘ. Slide layout
২. স্লাইডে কোনো ভিডিও যুক্ত করতে চাইলে কোন কমান্ডে click করতে হবে?
ক. Automatically
খ. Transition sound
গ. Movie from file
ঘ. Animations
৩. কি-বোর্ডের কোন বোতামে চাপ দিলে স্লাইড প্রদর্শিত হবে?
ক. F4 খ. F5
গ. F6 ঘ. F12
৪. স্লাইডে যুক্ত ভিডিও ফাইলটি কী আকারে দৃশ্যমান থাকে?
ক. থাম্বনেইল খ. আইকন
গ. বোতাম ঘ. টেক্সট
৫. অ্যাডোবি ফটোশপ কী?
ক. ছবি সম্পাদনার প্রোগ্রাম
খ. ক্যামেরা
গ. স্ক্যানার
ঘ. ডেটাবেজ সফটওয়্যার
৬. কোনটি কম্পিউটারে ছবি সম্পাদনার প্রোগ্রাম?
ক. ইলাস্ট্রেটর খ. ফটোশপ
গ. এক্সেল ঘ. এক্সেস
৭. ফটোশপ ফাইলের বর্ধিত নাম কোনটি?
ক. .xls খ. .docx
গ. .ppt ঘ. .jpg
৮. ফটোশপ প্রোগ্রামের নির্মাতা কে?
ক. স্টিভ জবস খ. জন ওয়ারনক
গ. মার্ক জাকারবার্গ ঘ. ম্যাক্সওয়েবার
৯. ফটোশপ প্রোগ্রামের নতুন ফাইল তৈরি করার কমান্ড কোনটি?
ক. Open খ. Prepare
গ. New ঘ. publish
১০. রেজুলেশন কী?
ক. নির্দিষ্ট পরিমাণ কালার
খ. ছবি বড় হয়ে দৃশ্যমান হওয়া
গ. ছবি ফেটে যাওয়া
ঘ. নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণ
১১. ফটোশপ নতুন ফাইলের মাপ নির্ধারণে ব্যবহৃত একক কোনটি?
ক. Inches খ. Points
গ. pixel ঘ. সবগুলো
১২. ফটোশপে ফাইলের মাপনির্ধারণী একক হিসেবে সাধারণত কী থাকে?
ক. points খ. cm
গ. inches ঘ. pixel
১৩. ছবির বগার্কার ক্ষুদ্রতম একককে কী বলা হয়?
ক. ইঞ্চি খ. বর্গ
গ. পিক্সেল ঘ. সেন্টিমিটার
১৪. ইঞ্চি প্রতি ৭২ পিক্সেল হলে এক বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ কত?
ক. ৫০৮০ খ. ৫১৮৪
গ. ৮১০০ ঘ. ১৬৯০০
১৫. ইঞ্চি প্রতি ৭২ পিক্সেল কথাটির অর্থ কী?
ক. প্রতি ইঞ্চিতে পিক্সেলের পরিমাণ
খ. ছবি ফেটে যাওয়া
গ. ইমেজের বর্গাকার একক
ঘ. এক ইঞ্চিতে আড়াআড়ি ও খাড়াখাড়ি ৭২টি পিক্সেলের ৭২টি করে লাইন
১৬. RGB শব্দের অর্থ কী?
ক. Red Gradient Blue
খ. Red Green Bitmap
গ. Red Grayscale Blue
ঘ. Red Green Blue
১৭. শিল্পীর ছবি আঁকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে?
ক. ফটোশপ ব্যাকগ্রাউন্ড
খ. কালার মোড
গ. প্যালেট
ঘ. ডকুমেন্ট
১৮. ফটোশপে কাজ করার জন্য কত প্রকার tool রয়েছে?
ক. ৫৯ খ. ৬৯
গ. ৭৯ ঘ. ৮৯
১৯. ফটোশপে বিভিন্ন প্রকার প্যালেটের অবস্থান কোথায়?
ক. পর্দার নিচে খ. পর্দার ডান পাশে
গ. মেনু বারে ঘ. স্ক্রলবারে
২০. ফটোশপে কাজ করার জন্য ব্যবহার করা হয় কোনটি?
ক. প্যালেট খ. টুলবক্স
গ. কালার মোড ঘ. সবগুলো
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.খ ২.গ ৩.খ ৪.ক ৫.ক ৬.খ ৭.ঘ ৮.খ ৯.গ ১০.ঘ ১১.ঘ ১২.ঘ ১৩.গ ১৪.খ ১৫.ঘ ১৬.ঘ ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.ঘ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা