৬১. হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনির নাম কী?
ক. করোনারি ধমনি
খ. সুপিরিয়র ভেনাক্যাভা
গ. ইনফেরিয়র ভেনাক্যাভা
ঘ. ফুসফুসীয় ধমনি
৬২. ‘WBC’-এর পূর্ণরূপ কী?
ক. White Blood Cell
খ. World Blood Counter
গ. Whole blood Cell
ঘ. Wiple Blood Cell
৬৩. রক্তের অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা কোনটির কাজ?
ক. রক্তরসের খ. লোহিত কণিকার
গ. শ্বেতকণিকার ঘ. অণুচক্রিকার
৬৪. কখন শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায়?
ক. সুস্থ থাকলে খ. অসুস্থ থাকলে
গ. জেগে থাকলে ঘ. ঘুমিয়ে থাকলে
৬৫. কোনটি থেকে বিভিন্ন ধরনের হরমোন নিশ্রিত হয়?
ক. কৌশিক জালিকা থেকে
খ. ধমনি থেকে
গ. অন্তঃখরা গ্রন্থি থেকে
ঘ. বহিঃখরা গ্রন্থি থেকে
৬৬. A গ্রুপধারী ব্যক্তি কোন কোন গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে?
ক. A, B, AB, O
খ. A, AB, O
গ. A, B, O
ঘ. A, O
৬৭. ‘রক্তের চাপ’ নির্ণয়ের যন্ত্রের নাম কী?
ক. ম্যানোমিটার খ. হাইড্রোমিটার
গ. ল্যাকটোমিটার ঘ. স্ফিগমোম্যানোমিটার
৬৮. রক্তের ‘ইউনিভার্সেল ডোনার’ বলা হয় কোন গ্রুপকে?
ক. O খ. A
গ. B ঘ. AB
৬৯. মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিকভাবে মাত্রা কত?
ক. ৬০-১০০ মিলিগ্রাম/ডেসিলিটার
খ. ৬০-১২০ মিলিগ্রাম/ডেসিলিটার
গ. ৭০-১১০ মিলিগ্রাম/ডেসিলিটার
ঘ. ৮০-১২০ মিলিগ্রাম/ডেসিলিটার
৭০. লাল বর্ণের রক্তধারী প্রাণী হচ্ছে—
i. মানুষ
ii. মেরুদণ্ডী প্রাণী
iii. অমেরুদণ্ডী প্রাণী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৬১.ক ৬২.ক ৬৩.ক ৬৪.খ ৬৫.গ ৬৬.ঘ ৬৭.ঘ ৬৮.ক ৬৯.গ ৭০.ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা