[পূর্ববর্তী লেখার পর]
৯. প্রশ্ন: আমরা কীভাবে শহিদদের ঋণ শোধ করতে পারি?
উত্তর: শহিদরা দেশ ও মাতৃভাষার জন্য জীবন দিয়ে ত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছেন। ১৯৭১ সালে এ দেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, সে যুদ্ধে শহিদ হয়েছিলেন ৩০ লাখ বাঙালি। আজ আমরা যে স্বাধীনতা ভোগ করছি, তা ওই সব শহিদেরই অবদান। তাঁদের কাছে আমরা ঋণী। দেশের কল্যাণের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। নিজেদের নৈতিক পরিবর্তনের মাধ্যমে আমরা যদি দেশের সার্বিক কল্যাণ সাধন করতে পারি, তবেই শহিদদের ঋণ শোধ করা সম্ভব।
১০. প্রশ্ন: কোন সময়কে মুক্তিযুদ্ধের কাল বলা হয়?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়কে বলা হয় মুক্তিযুদ্ধের কাল। এ নয় মাস যুদ্ধ করার পর আমরা জয়ী হই, অর্জন করি আমাদের স্বাধীনতা।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]