১৯৭২ সালের জানুয়ারিতে বগুড়া স্টেডিয়ামে অস্ত্র সমর্পণের আগে সহযোদ্ধাদের সঙ্গে অস্ত্র হাতে কিশোর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান (উপরের সারিতে বা থেকে চতুর্থ)
১৯৭২ সালের জানুয়ারিতে বগুড়া স্টেডিয়ামে অস্ত্র সমর্পণের আগে সহযোদ্ধাদের সঙ্গে অস্ত্র হাতে কিশোর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান (উপরের সারিতে বা থেকে চতুর্থ)

মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অধ্যায় ১ | পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

[এর আগের প্রকাশিত লেখা]

সংক্ষিপ্ত উত্তর দাও

প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী?

উত্তর: মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো হলো—

১. বীরশ্রেষ্ঠ, ২. বীর উত্তম, ৩. বীর বিক্রম ও ৪. বীর প্রতীক। 

প্রশ্ন: বাংলাদেশের প্রথম সরকার কোথায় এবং কবে গঠিত হয়?

উত্তর: বাংলাদেশের প্রথম সরকারের নাম ‘মুজিবনগর সরকার’। তত্কালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় ১৯৭১ সালের ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। 

প্রশ্ন: ‘মুজিবনগর’ সরকারের অন্যতম ২ জন সদস্যদের নাম লেখো।

উত্তর: মুজিবনগর সরকারের অন্যতম ২ জন সদস্য হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ও  অর্থ ও পরিকল্পনামন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী। 

প্রশ্ন: মুজিবনগর সরকারের প্রধান কাজগুলো লেখো?

উত্তর: মুজিবনগর সরকারের প্রধান কাজ ছিল মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা করা এবং দেশে-বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে সফলতা লাভ করা। 

প্রশ্ন: মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল এবং কী কী?

উত্তর: মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। যথা—১. কে ফোর্স, ২. এস ফোর্স, ৩. জেড ফোর্স।

প্রশ্ন: মুক্তিবাহিনী কবে গঠিত হয় এবং এ বাহিনীর সেনাপতি কারা ছিলেন?

উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়। এ বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী এবং উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।

প্রশ্ন: মুক্তিফৌজ কতজন যোদ্ধা নিয়ে গঠিত হয় এবং এই মুক্তিফৌজ কাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে?

উত্তর: ৩০ হাজার নিয়মিত যোদ্ধাকে নিয়ে গঠিত হয় মুক্তিফৌজ। এক লাখ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিফৌজ যুদ্ধ করেছিল।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা