ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | জন্মভূমি : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

জন্মভূমি

৩১. কোন আলোতে নয়ন রেখে কবি চিরনিদ্রায় যেতে চান?

ক. শিক্ষার আলো

খ. জোনাকির আলো

গ. জন্মভূমির আলো

ঘ. চাঁদের আলো

৩২. রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবারে জন্মগ্রহণ করেন?

ক. দরিদ্র পরিবারে

খ. রাজপরিবারে

গ. ঠাকুর পরিবারে

ঘ. অশিক্ষিত পরিবারে

৩৩. রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন কোথায়?

ক. আমেরিকায় খ. ফ্রান্সে

গ. বিলেতে ঘ. রাশিয়ায়

৩৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন?

ক. ১৫ বছর খ. ১৬ বছর

গ. ১৭ বছর ঘ. ২০ বছর

৩৫. ‘শিশু ভোলানাথ’ গ্রন্থটি কে লিখেছেন?

ক. কাজী নজরুল ইসলাম

খ. সুকুমার রায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. ভোলানাথ মাস্টার

৩৬. ‘আমার সোনার বাংলা’ গানটির রচয়িতা কে?

ক. ডি এল রায়

খ. জীবনানন্দ দাস

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

৩৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোন তারিখে মারা যান?

ক. ১৮৪১ সালের ১২ আগস্ট

খ. ১৮৪১ সালের ৭ আগস্ট

গ. ১৮৬১ সালের ৭ আগস্ট

ঘ. ১৯৪১ সালের ৭ আগস্ট

৩৮. আঁখি মেলে কবি কী দেখতে পেলেন?

ক. জন্মভূমির আলো

খ. গাছপালা

গ. মায়ের মুখ

ঘ. সবুজ গাছ

৩৯. কী দেখে কবির চোখ জুড়াল?

ক. বাংলার রূপ

খ. মায়ের মুখ

গ. সবুজ গাছ

ঘ. জন্মভূমির আলো

৪০. রবীন্দ্রনাথের গল্প সংকলনের নাম কী?

ক. গল্পের আসর খ. গল্পগাথা

গ. গল্পগুচ্ছ ঘ. গল্পের ঝুলি

সঠিক উত্তর

জন্মভূমি: ৩১.গ ৩২.গ ৩৩.গ ৩৪.গ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ঘ ৪০.গ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)