রুয়েটে বিভিন্ন কোর্সে পিএইচডি ও এমফিল প্রোগ্রামে ভর্তি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইউআরপি, গণিত, রসায়ন ও পদার্থবিদ্যা বিভাগে পিএইচডি/এমফিল/এমএসসি ইঞ্জিনিয়ারিং/এম ইঞ্জিনিয়ারিং/এমএসসি এবং IICT, IEES-তে PGD (Post Graduate Diploma) কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের নির্ধারিত ফরমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • প্রকৌশল বিভাগগুলোতে এমএসসি ইঞ্জিনিয়ারিং/এম ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫–এর মধ্যে ৩.৫০ পেয়ে পাস করতে হবে ও কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য ডিগ্রিতে সিজিপিএ ৪–এর মধ্যে ২.৭৫ পেতে হবে এবং পিএইচডি কোর্সে ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনে সিজিপিএ ৪–এর মধ্যে ৩ পেয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।

  • গণিত, রসায়ন ও পদার্থবিদ্যা বিভাগসমূহে এমএসসিতে ভর্তির জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫–এর মধ্যে ৩.৫০ পেয়ে পাস করতে হবে ও কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিএসসি (সম্মান) বা সমতুল্য ডিগ্রিতে সিজিপিএ ৪–এর মধ্যে ২.৭৫ পেতে হবে।

  • গণিত, রসায়ন ও পদার্থবিদ্যা বিভাগে এমফিল কোর্সে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫–এর মধ্যে ৩.৫০ পেয়ে পাস করতে হবে ও কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে এমএসসি বা সমতুল্য ডিগ্রিতে সিজিপিএ ৪–এর মধ্যে ২.৭৫ পেতে হবে এবং পিএইচডি কোর্সে ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনে সিজিপিএ ৪–এর মধ্যে ৩ পেয়ে এমফিল বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।

  • বিশ্ববিদ্যালয়ের অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম জমার শেষ তারিখ: ১৬/০৩/২০২৩।

  • বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: ruet.ac.bd