নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ২১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ২১

১১. অসমাপিকা ক্রিয়া কয় ধরনের হয়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১২. বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১৩. ‘সে বই পড়ছে।’—এ বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক. প্রযোজক ক্রিয়া খ. নাম ক্রিয়া

গ. অকর্মক ক্রিয়া ঘ. সকর্মক ক্রিয়া

১৪. গঠন বিবেচনায় ক্রিয়া কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১৫. বিশেষ্য, বিশেষণ বা ধ্বনাত্মক শব্দের শেষে -আ বা -আনো প্রত্যয়যোগে কোন ক্রিয়া গঠিত হয়?

ক. সরল ক্রিয়া খ. নাম ক্রিয়া

গ. সংযোগ ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া

১৬. ‘আকাশে বিদ্যুৎ চমকায়।’—এ বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক. সরল ক্রিয়া খ. প্রযোজক ক্রিয়া

গ. যৌগিক ক্রিয়া ঘ. নাম ক্রিয়া

১৭. কিসের পরে করা, কাটা, হওয়া, দেওয়া প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়?

ক. বিশেষ্য খ. বিশেষণ

গ. ধ্বনাত্মক অব্যয় ঘ. সবগুলোই

১৮. কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়াপদ রয়েছে?

ক. সামনে এগিয়ে চলো

খ. আমি এইমাত্র এলাম

গ. শিক্ষক মহোদয় বাংলা পড়াচ্ছেন

ঘ. হামিদকে দেখে খুশি হলাম

১৯. ‘সাঁতার কাটা’ কোন ক্রিয়া?

ক. সকর্মক ক্রিয়া খ. সংযোগ ক্রিয়া

গ. নাম ক্রিয়া ঘ. প্রযোজক ক্রিয়া

২০. ‘বৃষ্টি হতে পারে।’—এই বাক্যে ‘হতে পারে’ কোন পদের উদাহরণ?

ক. বিশেষ্য খ. সর্বনাম

গ. অব্যয় ঘ. ক্রিয়া

সঠিক উত্তর

পরিচ্ছেদ ২১: ১১.খ ১২.খ ১৩.ঘ ১৪.ঘ ১৫.খ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা