দশম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

উদ্দীপকটি পড়ে ৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব ‘ক’ ব্রিটেনে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করতেন। বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য বিভিন্ন সংস্থায় যাতায়াত করতেন।

৭১. জনাব ‘ক’ মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব করছেন?

ক. প্রবাসী বাঙালির

খ. পেশাজীবীর

গ. রাজনৈতিক নেতৃবৃন্দের

ঘ. জনসাধারণের

৭২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর ছিলেন—

ক. তোফায়েল আহমেদ

খ. মনসুর আলী

গ. কামারুজ্জামান

ঘ. তাজউদ্দীন আহমদ

৭৩. কোন আন্তর্জাতিক গণমাধ্যমটি মুক্তিযুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিশ্ব জনমত তৈরি করে?

ক. এনসিসি

খ. বিবিসি

গ. আল-জাজিরা

ঘ. ডয়চে ভেলে

৭৪. স্বাধীন বাংলাদেশের স্থপতি কে?

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. এ কে ফজলুল হক

গ. তাজউদ্দিন আহমদ

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৭৫. ২৪ বছরের পাকিস্তানি শাসনামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর কারাগারে কাটিয়েছেন?

ক. ৮ বছর খ. ১০ বছর

গ. ১২ বছর ঘ. ৬ বছর

৭৬. ছয় দফার আন্দোলন কবে হয়েছিল?

ক. ১৯৬৬ সালে

খ. ১৯৬৯ সালে

গ. ১৯৭০ সালে

ঘ. ১৯৭২ সালে

৭৭. ১১ দফার আন্দোলন কবে হয়েছিল?

ক. ১৯৬৬ সালে

খ. ১৯৬৮ সালে

গ. ১৯৭০ সালে

ঘ. ১৯৭২ সালে

৭৮. বাংলাদেশ কত সালে ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?

ক. ১৯৭২ খ. ১৯৭৪

গ. ১৯৭৫ ঘ. ১৯৯০

৭৯. স্বাধীনতার পর কত তারিখে বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন?

ক. ১০ নভেম্বর ১৯৭১ খ. ১০ ডিসেম্বর ১৯৭১

গ. ১০ জানুয়ারি ১৯৭২ ঘ. ১০ ফেব্রুয়ারি ১৯৭২

৮০. শিক্ষার হার বেড়ে বর্তমানে কত হয়েছে??

ক. ৫০ ভাগ খ. ৬৫ ভাগ

গ. ৭৩ ভাগ ঘ. ৮১ ভাগ

সঠিক উত্তর

অধ্যায় ২: ৭১.ক ৭২.ঘ ৭৩.খ ৭৪.ঘ ৭৫.গ ৭৬.ক ৭৭.খ ৭৮.ক ৭৯.গ ৮০.গ

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা