ছয় পর্বের ১ম পর্ব
প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার, ভূগোল ২য় পত্র পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) সমাধানসহ ছয় পর্বে প্রকাশ করা হচ্ছে। আজকে এখানে থাকছে ১ম পর্ব । ধৈর্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।
১. প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি?
ক. নিমিত্তবাদ খ. সম্ভাবনাবাদ
গ. পরিবেশবাদ ঘ. নব্য সম্ভাবনাবাদ
২. মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি?
ক. খনিজ খ. জলবায়ু
গ. ভূমিরূপ ঘ. হিমবাহ
৩. মানবীয় ভূগোলের প্রধান উপাদান কোনটি?
ক. হিমবাহ খ. জলবায়ু
গ. মানুষ ঘ. ভূমিরূপ
৪. মানব ভূগোল হলো—
i. মানুষ সম্পর্কিত জ্ঞান
ii. স্থান সম্পর্কিত জ্ঞান
iii.স্থানভেদে মানুষের সামাজিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. শিক্ষা, ভাষা ধর্ম, বর্ণ ও সভ্যতা প্রভৃতি ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
ক. নগর ভূগোল খ. বসতি ভূগোল
গ. রাজনৈতিক ভূগোল ঘ. সাংস্কৃতিক ভূগোল
৬. সম্ভবনাবাদ চিন্তাধারার নামকরণ করেছেন কে?
ক. নিউটন খ. পল ফেভর
গ. আলেকজান্ডার ভন হামবোল্ট ঘ. ডাডলি স্ট্যাম্প
৭. অর্থনৈতিক ভূগোলে আলোচিত হয়—
i. অর্থনৈতিক ক্রিয়াকলাপ বিষয়ক কর্মকাল
ii. গ্রাম ও নগর বসতি বিষয়ক কর্মকাল
iii. সুষম উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
ক. ফ্রান্স খ. স্পেন
গ. পতুর্গাল ঘ. গ্রেট ব্রিটেন
৯. নিচের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি?
ক. ইউরোপ খ. অ্যান্টার্কটিকা
গ. উত্তর আমেরিকা ঘ. দক্ষিণ আমেরিকা
১০. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
ক. আফ্রিকা খ. এশিয়া
গ. ইউরোপ ঘ. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর : ১.ক ২.ক ৩.গ ৪.ঘ ৫. ঘ ৬.খ ৭.গ ৮.গ ৯.ক ১০.খ
১১. ‘দ্বীপ মহাদেশ’ বলা হয় কোন মহাদেশকে?
ক. আফ্রিকা খ. ওশেনিয়া
গ. ইউরোপ ঘ. এশিয়া
১২. ইউরাল পর্বতের পশ্চিমাংশে কোন মহাদেশ?
ক. আফ্রিকা খ. ইউরোপ
গ. উত্তর আমেরিকা ঘ. এশিয়া
১৩. পৃথিবীর ‘শীতলতম মহাদেশ’ বলা হয় কোনটিকে?
ক. উত্তর আমেরিকা খ. দক্ষিণ আমেরিকা
গ. ইউরোপ ঘ. অ্যান্টার্কটিকা
১৪. উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে কোনটি?
ক. পানামা খাল খ. সুয়েজ খাল
গ. গ্র্যান্ড খাল ঘ. ক্যানিয়ন খাল
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শিক্ষক ক্লাসে বললেন, সারা পৃথিবী কয়েকটি মহাদেশে বিভক্ত। কিন্তু একটি মাত্র মহাদেশ মানুষ বসবাসের অনুপযোগী।
১৫. শিক্ষক কোন মহাদেশের কথা বলতে চেয়েছেন?
ক. উত্তর আমেরিকা খ. ইউরোপ
গ. ওনেশিয়া ঘ. অ্যান্টর্কটিকা
১৬. উক্ত মহাদেশটি মানুষ বসবাসের অনুপযোগী কারণ—
i. প্রচণ্ড গরম
ii. তীব্র শীত
iii.সূর্যের আলো পৌঁছায় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. সমুদ্রবেষ্টিত দেশ কোনটি?
ক. জাপান খ. ভারত
গ. উত্তর কোরিয়া ঘ. দক্ষিণ কোরিয়া
১৮. যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে?
ক. ১৭৭৬ সালে খ. ১৭৭৮ সালে
গ. ১৭৭৯ সালে ঘ. ১৭৮০ সালে
১৯.‘প্রাচ্যের ম্যানচেস্টার’ কোন শহরকে বলা হয়?
ক. টোকিও খ. ওসাকা
গ. ইয়াওয়াটা ঘ. কোবে
২০. জাপানের জলবায়ু কেমন?
ক. নাতিশীতোষ্ণ খ. হিমমণ্ডল
গ. উষ্ণ ঘ. তুন্দ্রা
সঠিক উত্তর: ১১.খ ১২.খ ১৩.ঘ ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.ক ১৮.ক ১৯.খ ২০.ক
২১. ভারতে কতটি কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে?
ক. ৭ টি খ. ১২ টি
গ. ২৫ টি ঘ. ৩২ টি
২২. মানব সম্প্রদায়ের অবস্থান, অভিগমন, বসতি, ব্যবসা, বাণিজ্য ভূগোলের কোন শাখায় আলোচিত হয়?
ক. পরিবেশ ভূগোলে খ. মানবিক ভূগোলে
গ. অর্থনৈতিক ভূগোলে ঘ. মৃত্তিকা ভূগোলে
২৩. দক্ষিণ কোরিয়া কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া খ. ইউরোপ
গ. আফ্রিকা ঘ. উত্তর আমেরিকা
২৪. বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা কোনটি?
ক. ৮০° পূর্ব খ. ৯০° পূর্ব
গ. ৮৮° পশ্চিম ঘ. ৯০° পশ্চিম
২৫. বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি?
ক. ৫ টি খ. ৬ টি
গ. ৭ টি ঘ. ৮ টি
২৬. বাংলাদেশের অক্ষাংশ কত?
ক. ২০°৩৪¢ উত্তর থেকে ২৬°৩৮¢ উত্তর
খ. ৮৮°০১¢ পূর্ব থেকে ৯২°৪১¢ পূর্ব
গ. ২০°৩৪¢ দক্ষিণ থেকে ২৬°৩৮¢ দক্ষিণ
ঘ. ৮° ০১¢ পশ্চিম থেকে ৯২° ৪১¢ পশ্চিম
২৭. বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে?
ক. কর্কটক্রান্তি রেখা খ. মকরক্রান্তি রেখা
গ. বিষুবরেখা ঘ. মূল মধ্যরেখা
২৮. বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমান্ত রয়েছে?
ক. ভারত ও চীন খ. ভারত ও পাকিস্তান
গ. ভারত ও মিয়ানমার ঘ. ভারত ও নেপাল
২৯. বাংলাদেশের উত্তরে ভারতের—
i. পশ্চিমবঙ্গ
ii. আসাম
iii. মেঘালয় রাজ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোনটি?
ক. ইউরাল পর্বত খ. ইউরাল নদী
গ. ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর ঘ. কাস্পিয়ান সাগর
সঠিক উত্তর: ২১.ক ২২.খ ২৩.ক ২৪.খ ২৫.ঘ ২৬.ক ২৭.ক ২৮.গ ২৯. ঘ ৩০.ক
৩১. কোনটি দ্বীপরাষ্ট্র?
ক. যুক্তরাষ্ট্র খ. জাপান
গ. চীন ঘ. ভারত
৩২. বাংলাদেশের সর্বাধিক খরস্রোতা নদী কোনটি?
ক. কর্ণফুলী খ. মেঘনা
গ. যমুনা ঘ. গোমতী
৩৩. উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
ক. ১২০ খ. ২০০ গ. ২২০ ঘ. ২৪০
৩৪. অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ক. মাউন্ট ইরেবাস খ. কিলিমাঞ্জারো
গ. ভিনসন ম্যাসিফ ঘ. অ্যাপেলেশিয়ান
৩৫. জাপানের ২য় বৃহত্তম দ্বীপের নাম কী?
ক. হনসু খ. কিউসু
গ. সিকোকু ঘ. হোক্কাইডু
৩৬. আফ্রিকার সবচেয়ে বৃহৎ দ্বীপ কোনটি?
ক. ওশেনিয়া খ. মাদাগাস্কার
গ. মার্শাল দ্বীপ ঘ. নিউজিল্যান্ড
নিচের উদ্দীপকের আলোকে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বশির মিয়া সুনামগঞ্জের চুনাপাথর খনিতে চুনাপাথর সংগ্রহের কাজ করেন। পাশাপাশি তিনি বাড়িতে গরু-ছাগল পালন করেন।
৩৭. উদ্দীপকে মানব ভূগোলের কোন শাখাকে বোঝানো হয়েছে?
ক. জনসংখ্যা খ. অর্থনৈতিক
গ. আঞ্চলিক ঘ. রাজনৈতিক
৩৮. উল্লিখিত শাখায় আলোচনা করা হয়—
i. অভিগমন ii. বনজ সম্পদ
iii. ব্যবসা বাণিজ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. আয়তনের দিক থেকে ইউরোপ মহাদেশের স্থান কততম?
ক. ষষ্ঠ খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
৪০. কোন দেশটির তিন দিক সাগরবেষ্টিত?
ক. বাংলাদেশ খ. জাপান
গ. দ. কোরিয়া ঘ. শ্রীলঙ্কা
৪১. যুক্তরাজ্যের নিম্ন কক্ষের নাম কী?
ক. হাউস অব কমন্স খ. হাউস অব লর্ডস
গ. রাজ্য সভা ঘ. হাউস অব রিপ্রেজেন্টেটিভস
সঠিক উত্তর: ৩১.খ ৩২.ক ৩৩.খ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.খ ৩৭.খ ৩৮.গ ৩৯.ক ৪০.গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা