১১. মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায়?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
১২. কোন ধাপে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
১৩. কোন ধাপে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
১৪. অপত্য ক্রোমোসোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে কোন ধাপের সমাপ্তি ঘটে?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
১৫. মাইটোসিস বিভাজনের ফলে—
i. জীবের দৈহিক বৃদ্ধি ঘটে
ii. অস্বাভাবিক কোষ বিভাজন হয়
iii. কোষের নির্দিষ্ট আকার ও আয়তন বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. ক্যানসার হয়—
i. ত্বকে
ii. স্তনে
iii. মস্তিষ্কে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. করিমের হাতের ক্ষতস্থানটি কিছুদিন পর স্বাভাবিক হয়ে গেল। এ ক্ষেত্রে কোন ধরনের কোষ বিভাজন হয়েছে?
ক. অ্যামাইটোসিস খ. অস্বাভাবিক
গ. মাইটোসিস ঘ. মিয়োসিস
১৮. আদৃতার লাগানো আমগাছের চারাটি আস্তে আস্তে বড় হতে শুরু করল। এ ক্ষেত্রে কোন ধরনের কোষ বিভাজন হয়েছে?
ক. মিয়োসিস খ. মাইটোসিস
গ. অস্বাভাবিক ঘ. অ্যামাইটোসিস
১৯. মাইটোসিস বিভাজনের ফলে—
i. ক্রোমোজোমের সমতা রক্ষা পায়
ii. গুণগত স্থিতিশীলতা রক্ষা পায়
iii. হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. উদ্ভিদের কোথায় মাইটোসিস বিভাজন হয়?
ক. জাইলেমে খ. সিভনলে
গ. ভাজক কোষে ঘ. জটিল কোষে
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১১.ঘ ১২.ক ১৩.ঘ ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.গ ১৮.খ ১৯.ক ২০.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা