১২. প্রশ্ন: ইবোলা কী ধরনের রোগ?
উত্তর: ইবোলা ছোঁয়াচে রোগ।
১৩. প্রশ্ন: এইচআইভি ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয় কোন রোগ?
উত্তর: এইচআইভি ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয় ‘এইডস’ রোগ।
১৪. প্রশ্ন: কোন প্রাণীর কামড়ে জলাতঙ্ক রোগ ছড়ায়?
উত্তর: কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ ছড়ায়?
১৫. প্রশ্ন: বয়ঃসন্ধি কী?
উত্তর: বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায়, যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়।
১৬. প্রশ্ন: সোয়াইন ফ্লু কী?
উত্তর: সোয়াইন ফ্লু একধরনের সংক্রামক রোগ।
১৭. প্রশ্ন: সংক্রামক রোগের একটি জীবাণুর নাম লেখো।
উত্তর: সংক্রামক রোগের একটি জীবাণুর নাম হলো ব্যাকটেরিয়া।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা