অষ্টম শ্রেণির পড়াশোনা
ছবির সত্যতা যাচাই: এর আগে আমরা শিখেছি গুগল, বিং (Bing) বা এ ধরনের সার্চ ইঞ্জিনগুলোতে কি-ওয়ার্ড দিয়ে কীভাবে সার্চ দিতে হয়। এই সার্চ ইঞ্জিনগুলোতে ছবি দিয়েও সার্চ দেওয়া যায়। কোনো ছবি ভুল কি না, তা সন্দেহ হলে আমরা ছবিটির মাধ্যমে সার্চ দিয়ে ছবিটি প্রথম কবে ইন্টারনেটে আপলোড হয়েছিল এবং সত্যিকারের (অরিজিনাল) ছবি কী ছিল, তা অনুসন্ধান করতে পারব।
একটি ছবিকে কীভাবে ভুল ছবিতে রূপান্তর করা যায়?
১. ছবির ক্যাপশন বা শিরোনাম পরিবর্তন করে দিয়ে।
২. ছবির তারিখ পরিবর্তন করে দিয়ে।
৩. ছবির ভেতরের কোনো লেখা, সাইনবোর্ড, ঠিকানা—এগুলো ছবি সম্পাদনার কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করে অন্য কিছু লিখে দিয়ে।
৪. ছবির ভেতরের কোনো ব্যক্তির ছবির মুখের জায়গায় অন্য একজনের মুখ বসিয়ে দিয়ে।
এসব ক্ষেত্রে সত্যিকারের ছবিটি যদি আগে কখনো ইন্টারনেটে আপলোড হয়ে থাকে, তাহলে আমরা ইমেজ সার্চের মাধ্যমে আসল ছবিটি খুঁজে বের করতে পারব। এখন আমরা গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে শ্রেণিকক্ষেই ইমেজ দিয়ে সার্চ দেওয়ার প্রক্রিয়াটি অনুশীলন করব—
১. যে ছবিটি নিয়ে আমরা সন্দিহান, সে ছবিটি প্রথমে কম্পিউটারে সংরক্ষণ করে রাখব।
২. প্রথমে গুগলের হোম পেজে যাব।
৩. হোম পেজ থেকে ‘ইমেজ’ অপশন সিলেক্ট করব।
৪. এবার সার্চ বার থেকে ইমেজে ক্লিক করব। ক্লিক করলে কম্পিউটারের কোন জায়গায় আমরা ছবিটি রেখেছি, সেখান থেকে ছবিটি সিলেক্ট করব। এ ছাড়া ছবিটির যদি কোনো লিংক থাকে, সেটিও এখানে Paste করতে পারি।
৫. Enter ক্লিক করলে ওই ছবিটির সঙ্গে সম্পর্কিত যত ছবি, ওয়েবসাইট, লিংক বা তথ্য আছে, সব সাজেশন চলে আসবে।
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা