Read the story
The bell rings for the start of the tiffin period, and the students of Kajla High School are rushing out of their classes to play. In the school playground, a group of boys starts to play cricket.
টিফিন পিরিয়ড শুরু হওয়ার জন্য ঘণ্টা বাজে, এবং কাজলা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্লাসের বাইরে খেলতে ছুটছে। স্কুলের খেলার মাঠে একদল ছেলে ক্রিকেট খেলতে শুরু করে।
In this group, there is a boy named Zahin. While (যখন) playing he notices a boy sitting under the Banyan tree at the corner of the playground. But he doesn’t think much of it. A well-struck ball runs toward the Banyan tree and stops just a few feet short of it. Zahin runs to collect the ball.
এই দলে জাহিন নামের এক ছেলে আছে। খেলার সময় সে দেখল একটি ছেলে মাঠের কোণে বটগাছের নিচে বসে আছে। কিন্তু সে তা নিয়ে খুব একটা চিন্তা করে না। একটি ভালো করে মারা বল বটগাছের দিকে ছুটে যায় এবং তার থেকে মাত্র কয়েক ফুট দূরে থামে। বল সংগ্রহ করতে জাহিন দৌড়ে যায়।
As he gets near the tree, he recognises (চিনতে পারে) the boy sitting under the tree as his classmate Jamal. ‘Hey, Jamal!’ he says while collecting the ball and running back to rejoin the game.
গাছের কাছে যেতেই সে গাছের নিচে বসা ছেলেটিকে তার সহপাঠী জামাল বলে চিনতে পারে। ‘আরে জামাল!’ বল সংগ্রহ করার সময় এবং খেলায় আবার যোগ দিতে দৌড়ানোর সময় সে বলে।
ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা