পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
১১. ধর্মভীরু সাধারণ মানুষ নিজ ধর্ম রক্ষার্থে যা করে থাকে—
i. জীবন বাজি রাখে
ii. অন্য ধর্মের মানুষের সঙ্গে তর্কে জড়ায়
iii. নিজের ধর্ম শ্রেষ্ঠ বলে প্রচার করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. ধর্ম মেনেও মানুষ অনেক সময় যেসব অপরাধ করে—
i. নিরন্নকে আহার দেয় না
ii. অন্য ধর্মের প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়
iii. মানুষকে অধিকারবঞ্চিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. ‘মানুষ’ কবিতায় কবি কার চেয়ে বড় কিছু নেই বলেছেন?
ক. অর্থের খ. মানুষের
গ. গোত্রের ঘ. বর্ণের
১৪. ‘মানুষ’ কবিতায় কবি কিসের জয়গান গেয়েছেন?
ক. তারুণ্যের খ. সাম্যের
গ. ধর্মভীরুতার ঘ. স্বার্থপরতার
১৫. ‘নাই দেশ–কাল–পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি’—এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?
ক. স্বার্থপর মানসিকতা
খ. ধর্মের জন্য জীবন
গ. ঘৃণ্য মানুষের ক্ষমতা প্রদর্শন
ঘ. জাত–ধর্মের ভেদাভেদ
১৬. ‘সব দেশে, সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি’— ‘তিনি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. সৃষ্টিকর্তাকে খ. মোল্লা সাহেবকে
গ. মানুষকে ঘ. মুসাফিরকে
১৭. ‘ক্ষুধার ঠাকুর, দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো’—উক্তিটি পূজারি শুনলেন কীভাবে?
ক. মুসাফিরের কাছে খ. মোল্লার কাছে
গ. কবির কাছে ঘ. স্বপন দেখে
১৮. কী দেখে পূজারি ভজনালয় খুললেন?
ক. দেবতা দেখে খ. মানুষ দেখে
গ. ঠাকুর দেখে ঘ. স্বপন দেখে
১৯. ‘মানুষ’ কবিতায় সহসা কী বন্ধ হলো?
ক. মন্দির খ. মসজিদ
গ. দ্বার ঘ. পথ
২০. ‘মানুষ’ কবিতায় কে হেসে কুটিকুটি হয়েছে?
ক. পূজারি খ. দেবতা
গ. ভুখারি ঘ. মোল্লা সাহেব
সঠিক উত্তর
মানুষ: ১১.ঘ ১২.ঘ ১৩.খ ১৪.খ ১৫.ঘ ১৬.ক ১৭.ঘ ১৮.ঘ ১৯.ক ২০.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা