পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৭. পূর্ণাঙ্গ আরোহে কতগুলো দৃষ্টান্ত পরীক্ষা (পর্যবেক্ষণ) করা হয়?
ক. একটি খ. সব কটি
গ. অল্প কিছু ঘ. অনেক
৮. আরোহের সিদ্ধান্ত কোন ধরনের যুক্তিবাক্য?
ক. সার্বিক যুক্তিবাক্য খ. বিশেষ যুক্তিবাক্য
গ. বিশ্লেষক যুক্তিবাক্য/প্রাকল্পিক যুক্তিবাক্য
ঘ. বিশিষ্ট যুক্তিবাক্য/বৈকল্পিক যুক্তিবাক্য
৯. যুক্তিবিদ মিল যাকে আরোহের প্রাণকেন্দ্র বলে আখ্যায়িত করেছেন, তার নাম কী?
ক. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি
খ. আরোহমূলক উল্লম্ফন
গ. কার্যকারণ নিয়ম
ঘ. পর্যবেক্ষণ
১০. যুক্তিসাম্যমূলক আরোহকে কী বলা হয়?
ক. সরল গণনামূলক আরোহ
খ. সহজ গণনামূলক আরোহ
গ. পূর্ণ গণনামূলক আরোহ
ঘ. জ্যামিতিক আরোহ
১১. ‘X’ দেখতে ‘Y’–এর মতো। তারা দুজনই ভদ্র, নম্র ও শিক্ষিত। ‘X’ হন ডাক্তার। সুতরাং ‘Y’ হন ডাক্তার। উদাহরণটি কিসের ইঙ্গিত দিচ্ছে?
ক. ঘটনা সংযোজন খ. পূর্ণাঙ্গ আরোহ
গ. সাধু সাদৃশ্যানুমান ঘ. অসাধু সাদৃশ্যানুমান
১২. প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য কোনটি?
ক. কার্যকারণ খ. প্রকৃতির একরূপতা
গ. পর্যবেক্ষণ ঘ. আরোহমূলক লম্ফ
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৭.খ ৮.ক ৯.খ ১০.ঘ ১১.ঘ ১২.ঘ
এস এম হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, সিটি কলেজ, ঢাকা