৩১. স্কাইকলেট পুষ্পবিন্যাসযুক্ত উদ্ভিদের কাণ্ডে কীভাবে সজ্জিত থাকে?
ক. পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত ও বদ্ধ খ. পরিবহন কলাগুচ্ছ চক্রাকারে সজ্জিত
গ. অধঃত্বক এক সারি কোষে গঠিত ঘ. মজ্জারশ্মি সুস্পষ্ট ও বড়
৩২. একবীজপত্রী উদ্ভিদ মূলের বৈশিষ্ট্য কোনটি?
ক. মূল ত্বক কিউটিকলযুক্ত খ. ভাস্কুলার বান্ডল সংযুক্ত
গ. অধঃত্বক অনুপস্থিত ঘ. ভাস্কুলার বান্ডলের সংখ্যা চার
৩৩. কোনটির পরিবহন টিস্যু গঠনগতভাবে দুর্বল?
ক. শাপলা খ. সুন্দরী
গ. জবা ঘ. ধান
৩৪. মজ্জারশ্মির কাজ হলো—
i. খাদ্য ও পানি সঞ্চয় করা ii. যান্ত্রিক শক্তি প্রদান করা
iii. পানি ও খাদ্য পবিরহন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে, তাকে কী বলে?
ক. প্রোটোডার্ম খ. প্রোক্যাম্বিয়াম
গ. মাস মেরিস্টেম ঘ. গ্রাউন্ড মেরিস্টেম
৩৬. একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল কোন ধরনের?
ক. মুক্ত খ. অরীয়
গ. কেন্দ্রিক ঘ. বদ্ধ
৩৭. ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি?
ক. অবিভাজনক্ষম খ. সাইটোপ্লাজম স্বল্প
গ. পুরু কোষপ্রাচীরবিশিষ্ট ঘ. আন্তঃকোষীয় ফাঁকবিহীন
৩৮. পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলে?
ক. কর্টেক্স খ. মজ্জা
গ. মেসোফিল ঘ. পেরিসাইকেল
৩৯. গ্রাউন্ড মেরিস্টেম কলা বিভাজিত হয়ে কোনটি সৃষ্টি হয়?
ক. এপিডার্মিস খ. জাইলেম
গ. ফ্লোয়েম ঘ. মজ্জা
৪০. কোনটিতে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায়?
ক. একবীজপত্রী কাণ্ডে খ. একবীজপত্রী মূলে
গ. দ্বিবীজপত্রী কাণ্ডে ঘ. দ্বিবীজপত্রী মূলে
৪১. যে ভাজক টিস্যুর কোষগুলো একতলে বিভাজিত হয়, তাকে কী বলে?
ক. রিব খ. পার্শ্বীয়
গ. প্লেট ঘ. মাস
৪২. বিভাজন ক্ষমতা অক্ষুণ্ন থাকে কোন টিস্যুতে?
ক. স্থায়ী টিস্যু খ. ভাজক টিস্যু
গ. জাইলেম টিস্যু ঘ. ফ্লোয়েম টিস্যু
৪৩. কোথা থেকে ভাজক টিস্যুর সৃষ্টি হয়?
ক. ক্যাম্বিয়াম খ. কর্টেক্স
গ. মেরিস্টেম ঘ. প্রোমেরিস্টেম
৪৪. কোন টিস্যুর কোষীয় বিপাকের হার বেশি?
ক. ভাজক টিস্যু খ. স্থায়ী টিস্যু
গ. তরুক্ষীর টিস্যু ঘ. গ্রন্থি টিস্যু
৪৫. কোন টিস্যুর ফলে সরু কাণ্ড ক্রমে মোটা হয়?
ক. পার্শ্বীয় ভাজক টিস্যুর খ. শীর্ষস্থ ভাজক টিস্যুর
গ. প্রাইমারি ভাজক টিস্যুর ঘ. ইন্টারক্যালরি ভাজক টিস্যুর
৪৬. সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কোনটি?
ক. মেরিস্টেম খ. কর্ক ক্যাম্বিয়াম
গ. ফেলোজেন ঘ. কর্টেক্স
৪৭. মাস ভাজক টিস্যু কোনটি সৃষ্টি করে?
ক. বর্ধিষ্ণু মূল খ. মজ্জারশ্মি
গ. পাতা ঘ. কর্টেক্স
সঠিক উত্তর
অধ্যায় ৮: ৩১. ক ৩২. গ ৩৩. ক ৩৪. খ ৩৫. ক ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. গ ৩৯. ঘ ৪০. গ ৪১. ক ৪২. খ ৪৩. ঘ ৪৪. ক ৪৫. ক ৪৬. খ ৪৭. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা