এইচএসসি ২০২৪ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৪১. যুক্তরাজ্যের নিম্নকক্ষের নাম কী?

ক. হাউস অব কমন্স

খ. হাউস অব লর্ডস

গ. রাজ্যসভা

ঘ. হাউস অব রিপ্রেজেন্টেটিভস

৪২. মানব ভূগোলের জন্য অত্যাবশ্যকীয়—

i. মানুষ

ii. প্রকৃতি

iii. ভূ–অভ্যন্তরের গভীরতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৩. জাপানের বৃহত্তম দ্বীপের নাম কী?

ক. কিউসু খ. হনসু

গ. হোক্কাইডো ঘ. শিকুকু

৪৪. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?

ক. এশিয়া খ. আফ্রিকা

গ. ইউরোপ ঘ. উত্তর আমেরিকা

৪৫. বাংলাদেশের পূর্বে ভারতের—

i. মিজোরাম

ii. পশ্চিমবঙ্গ

iii. ত্রিপুরা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৬. যুক্তরাজ্যের রাজধানীর নাম কী?

ক. নয়াদিল্লি খ. সিউল

গ. নিউইয়র্ক ঘ. লন্ডন

৪৭. কোন জলবায়ুর প্রভাবে বাংলাদেশের বৃষ্টিপাত হয়?

ক. মৌসুমি খ. ক্রান্তীয়

গ. নাতিশীতোষ্ণ ঘ. মেরুদেশীয়

৪৮. মানবসভ্যতার ক্রমবিকাশ ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?

ক. ঐতিহাসিক খ. জনসংখ্যা

গ. সামাজিক ঘ. বসতি

নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সিহাব বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার্থে ‘ক’ দেশে যায়। ‘ক’দেশটি ভূমিকম্পপ্রবণ ও পার্বত্য প্রাকৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন। দেশটি দ্বীপমালা নিয়ে গঠিত এবং এর জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ ও মেরুদেশীয়।

৪৯. ‘ক’ দেশটির সঙ্গে কোন দেশের সাদৃশ্য রয়েছে?

ক. জাপান খ. ভারত

গ. যুক্তরাষ্ট্র ঘ. যুক্তরাজ্য

৫০. উদ্দীপকের ‘ক’ দেশটির অধিকাংশ ভূমি কৃষিকাজের অনুপযোগী। এর যথার্থ কারণ—

i. বনভূমি

ii. অনুর্বর

iii. পর্বতময়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.ক ৪২.ক ৪৩.খ ৪৪.খ ৪৫.খ ৪৬.ঘ ৪৭.ক ৪৮.ক ৪৯.ক ৫০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা