প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হতে পারে, তা দেখে নাও।
সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন: মুক্তিবাহিনী কবে গঠিত হয়েছিল?
উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠিত হয়েছিল।
প্রশ্ন: মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী।
প্রশ্ন: গেরিলা বাহিনীর অ্যাকশন গ্রুপের কাজ কী ছিল?
উত্তর: অ্যাকশন গ্রুপের কাজ ছিল অস্ত্র বহন করা এবং সম্মুখযুদ্ধে অংশ নেওয়া।
প্রশ্ন: গেরিলা বাহিনীর ইন্টেলিজেন্স গ্রুপের কাজ কী ছিল?
উত্তর: শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করা ছিল ইন্টেলিজেন্স গ্রুপের কাজ।
প্রশ্ন: অপারেশন সার্চলাইট কবে ঘটেছিল?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে।
প্রশ্ন: ‘শহিদ বুদ্ধিজীবী’ দিবস কবে?
উত্তর: শহিদ বুদ্ধিজীবী দিবস হলো ১৪ ডিসেম্বর।
প্রশ্ন: ‘অপারেশন জ্যাকপট’ নামক আক্রমণে কোন কোন বাহিনী অংশ নেয়?
উত্তর: ভারতের মিত্রবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনী।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী কবে গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ২১ নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনীর নেতৃত্বে কে ছিলেন?
উত্তর: লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা।
প্রশ্ন: পাকিস্তানের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষর হয়?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে।
প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কী ছিল?
উত্তর: ‘জয় বাংলা’।
প্রশ্ন: বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কোনটি? কয়জনকে এটি প্রদান করা হয়?
উত্তর: সর্বোচ্চ বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি ‘বীরশ্রেষ্ঠ’। এটি সাতজনকে প্রদান করা হয়।
প্রশ্ন: মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে?
উত্তর: ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা