ছয় পর্বের সর্বশেষ পর্ব
প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের আগামীকাল ১৬ জুলাই মঙ্গলবার, ভূগোল ১ম পত্র পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) সমাধানসহ ছয় পর্বে প্রকাশ করা হচ্ছে। আজকে এখানে থাকছে সর্বশেষ পর্ব । ধৈর্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।
[১ম পর্বের সব MCQ পেতে এখানে ক্লিক করো]
[২য় পর্বের সব MCQ পেতে এখানে ক্লিক করো]
[৩য় পর্বের সব MCQ পেতে এখানে ক্লিক করো]
নিচের চিত্রটি লক্ষ করে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১. উদ্দীপকের ‘ক’ চিহ্নিত স্থানকে কী বলে?
ক. বৃষ্টিচ্ছেদ অঞ্চল খ. বৃষ্টিনিযুক্তি অঞ্চল
গ. বৃষ্টিছায়া অঞ্চল ঘ. বৃষ্টিবিহীন অঞ্চল
২. মধ্যপ্রাচ্যে অনেকগুলো পর্বত থাকা সত্ত্বেও চিত্রে প্রদর্শিত শ্রেণির বৃষ্টিপাত হয় না কেন?
i. মরুভূমির প্রভাবে
ii. জলীয়বাষ্পহীন বায়ুর প্রভাবে
iii.সমুদ্র থেকে অনেক দূরে বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. সমুদ্রপৃষ্ঠে সৃষ্ট ঘূর্ণিঝড়—
i. টাইফুন
ii. হারিকেন
iii.টর্নেডো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. মৌসুমি অঞ্চলে কোন সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে
গ. শরৎকালে ঘ. শীতকালে
৫. স্পেন কোন জলবায়ুর অন্তর্ভুক্ত?
ক. মৌসুমি খ. ভূমধ্যসাগরীয়
গ. নিরক্ষীয় ঘ. মহাদেশীয়
৬. ৫°-১০° অক্ষাংশের মধ্যে কোন জলবায়ু দেখা যায়?
ক. নিরক্ষীয় খ. মৌসুমি
গ. ভূমধ্যসাগরীয় ঘ. তুন্দ্রা
৭. কোন অঞ্চলটি আবসাদ অঞ্চল নামে পরিচিত?
ক. হিমমণ্ডল খ. উপক্রান্তীয় চাপবলয়
গ. ক্রান্তীয় ঘ. নিরক্ষীয়
৮. ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী?
ক. সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত হয়
খ. সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়
গ. সারা বছর রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া
ঘ. ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুর দিক পরিবর্তন হয়
৯. মৌসুমি অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সে.মি.?
ক. ১৫০-২০০ খ. ২০০-২৫০
গ. ২০০-৩০০ ঘ. ১২৫-২০০
১০. নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত?
ক. ৫°-১০° খ. ১০°-১৫°
গ. ১০°-২০° ঘ. ২০°-২৫°
সঠিক উত্তর : ১.গ ২.ঘ ৩.ঘ ৪.ক ৫.খ ৬.ক ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.ক
১১. রোগব্যাধি ও মহামারি কী কারণে বেড়ে যেতে পারে?
ক. তাপমাত্রা বৃদ্ধিতে খ. বায়ুপ্রবাহ বৃদ্ধিতে
গ. বৃষ্টিপাত বৃদ্ধিতে ঘ. বায়ুর আর্দ্রতা বৃদ্ধিতে
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ঢাকার ছেলে সুমন বৃত্তি নিয়ে সুইডেনে উচ্চশিক্ষার জন্য যায়। কিন্তু কয়েক মাস থাকার পর অতিরিক্ত শীতের কারণে আর থাকতে না পেরে দেশে ফিরে আসে।
১২. উদ্দীপকে গমনকৃত দেশটির সঙ্গে কোন তাপমণ্ডলের সাদৃশ্য রয়েছে?
ক. উত্তর হিমমণ্ডল খ. উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল
গ. দক্ষিণ হিমমণ্ডল ঘ. দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল
১৩. সুমনের নিজে দেশে ফিরে আসার যৌক্তিক কারণ হচ্ছে—
i. তুষার জলবায়ু
ii. পর্যাপ্ত সৌরকিরণ
iii.তির্যক সৌরকিরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. উভয় নাতিশীতোষ্ণমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার?
ক. ৪০০০ খ. ৪৮০০
গ. ৫২০০ ঘ. ৬৪০০
১৫. ভ্লাদিমির কোপেন পৃথিবীপৃষ্ঠের উষ্ণতা ও আর্দ্রতা অনুযায়ী পৃথিবীকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেন?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১৬. যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে কোন ধরনের জলবায়ু দেখা যায়?
ক. নাতিশীতোষ্ণ খ. চরমভাবাপন্ন
গ. ভূমধ্যসাগরীয় ঘ. নিরক্ষীয়
১৭. কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও সেখানকার তাপ সর্বদা হিমাঙ্কের নিচে থাকে কেন?
ক. ঢালের কারণে খ. উষ্ণতার কারণে
গ. সমুদ্র থেকে দূরত্বের কারণে ঘ. উচ্চে অবস্থানের কারণে
১৮. বাংলাদেশের জলবায়ুকে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
১৯. বৃষ্টিবহুল শীতকাল ও বৃষ্টিহীন গ্রীষ্মকাল কোন জলবায়ুর বৈশিষ্ট্য?
ক. মৌসুমি খ. নিরক্ষীয়
গ. ভূমধ্যসাগরীয় ঘ. মেরুদেশীয়
২০. কোন কোন মাস বাংলাদেশে গ্রীষ্মকাল?
ক. নভেম্বর ও ফেব্রুয়ারি খ. মার্চ থেকে মে মাস
গ. জুন থেকে অক্টোবর ঘ. ফেব্রুয়ারি ও মার্চ
সঠিক উত্তর : ১১.ক ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.ঘ ১৬.গ ১৭.ঘ ১৮.গ ১৯.গ ২০.ঘ
২১. মৌসুম শব্দের অর্থ কী?
ক. ঝড় খ. বৃষ্টি
গ. টর্নেডো ঘ. আকাশ
২২. বিশ্ব উষ্ণায়নের কারণ—
i. CFC
ii. CO2
iii. N2O
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য হলো—
i. অধিক তাপ ও বৃষ্টিপাত
ii. সারা বছর লম্বভাবে কিরণ
iii. বৃষ্টিহীন গ্রীষ্মকাল ও বৃষ্টিবহুল শীতকাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. বাংলাদেশে জলবায়ু ভিন্নতার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয়—
i. দক্ষিণ-পূর্বাঞ্চলে
ii. উত্তর-পূর্বাঞ্চলে
iii.উত্তর-পশ্চিমাঞ্চলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
২৫. আফ্রিকার কঙ্গো অববাহিকায় কোন ধরনের জলবায়ু দেখা যায়?
ক. নিরক্ষীয় খ. মৌসুমি
গ. ভূমধ্যসাগরীয় ঘ. নাতিশীতোষ্ণ
২৬. বাংলাদেশের জলবায়ু কোন জলবায়ু শ্রেণির অন্তর্গত?
ক. নিরক্ষীয় খ. ক্রান্তীয় মৌসুমি
গ. ভূমধ্যসাগরীয় ঘ. মেরু
২৭. নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য নয় কোনটি?
ক. চিরস্থায়ী নিম্নচাপ বলয় বিদ্যমান
খ. সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়
গ. ঋতুর পরিবর্তন হয়
ঘ. অতিরিক্ত আর্দ্রতা বিরাজ করে
২৮. ভূমধ্যসাগরীয় জলবায়ু হতে পারে যে অক্ষাংশে—
ক. ৫° খ. ৩০°
গ. ৫০° ঘ. ৭০°
উদ্দীপকের আলোকে ২৯ থেকে ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
দেশের নাম [i. বাংলাদেশ, ii. মালয়েশিয়া, iii. মিসর, iv. নরওয়ে ]
২৯. বিশ্ব উষ্ণায়নের ফলে লাভবান হবে কোন দেশ?
ক. iv নম্বর খ. iii নম্বর
গ. ii নম্বর ঘ. i নম্বর
৩০. কত নম্বর দেশের জলবায়ু সবচেয়ে আরামদায়ক?
ক. i খ. ii
গ. iii ঘ. iv
সঠিক উত্তর : ২১.খ ২২.ঘ ২৩.ক ২৪.গ ২৫.ক ২৬.খ ২৭.গ ২৮.খ ২৯.ক ৩০.গ
৩১. বিশ্ব উষ্ণায়নের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ?
ক. i খ. ii
গ. iii ঘ. iv
৩২. আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত, উদ্ভিদ ও প্রাণীর পচন ও বনাঞ্চল ধ্বংস ইত্যাদির কারণে কোন গ্যাস নির্গত হয়?
ক. অক্সিজেন খ. মিথেন
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই–অক্সাইড
৩৩. চীন, জাপান ও ফিলিপাইনে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?
ক. হারিকেন খ. টর্নেডো
গ. সাইক্লোন ঘ. টাইফুন
৩৪. কোনটিকে সুদানি জলবায়ু বলা হয়?
ক. ক্রান্তীয় মহাদেশীয় খ. ক্রান্তীয় মৌসুমি
গ. নিরক্ষীয় ঘ. উষ্ণ মরু
৩৫. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত?
ক. ৩০° -৪৫° খ. ৩০° -৫৫°
গ. ৩৫° -৪৪° ঘ. ৩০° -৪৪°
৩৬. নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বৃষ্টিপাত কী কারণে হয়?
ক. জলভাগের অধিক্য খ. চিরসবুজ বনভূমি
গ. বায়ুর অনুভূমিক প্রবাহ ঘ. পাহাড়
৩৭. গ্রিনহাউস প্রতিক্রিয়ার জন্য প্রধানত কোনটি দায়ী?
ক. CH4 খ. CO2
গ. N2O ঘ. CFC
৩৮. ডব্লিউ কোপেন পৃথিবীর জলবায়ুকে মোট কত শ্রেণিতে বিভক্ত করেন?
ক. ১৫টি খ. ১৬টি
গ. ১৭টি ঘ. ১৮টি
চিত্রটি দেখো এবং ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
৩৯. চিত্রে ‘A’ স্থানটি কোন অঞ্চলে অবস্থিত?
ক. নিরক্ষীয় অঞ্চলে খ. উত্তরের হিম অঞ্চলে
গ. দক্ষিণের হিম অঞ্চলে ঘ. নাতিশীতোষ্ণমণ্ডলে
৪০. চিত্রে ‘B’ চিহ্নিত অঞ্চলে—
i. সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত
ii. বৃষ্টিহীন গ্রীষ্মকাল ও বৃষ্টিবহুল শীতকাল
iii.সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ৩১.ক ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.ক ৩৫.ঘ ৩৬.ক ৩৭.খ ৩৮.খ ৩৯.গ ৪০.খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা