ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
[পূর্ববর্তী লেখার পর]
সর্বনাম
একই শব্দের বারবার ব্যবহার হলে আমাদের বিরক্ত করতে পারে। তা ছাড়া এটা ভাষার স্বাভাবিক গতিও নষ্ট করে। এ সমস্যা দূর করার জন্য প্রয়োজন অনুসারে বিশেষ্যের পরিবর্তে অন্য শব্দ ব্যবহার করা হয়। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। যেমন: শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত। তাই সে পরীক্ষায় ভালো করেছে। দ্বিতীয় বাক্যের ‘সে’ প্রথম বাক্যের ‘শিমুল’-এর পরিবর্তে বসেছে।
কিছু শব্দ বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ও অবস্থা বোঝায়।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]