১. প্রশ্ন: বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কী? প্রধান তিন ধরনের ধানের নাম লেখো।
উত্তর: বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত। এ দেশে প্রধানত আউশ, আমন ও বোরো এই তিন ধরনের ধানের চাষ হয়।
২. প্রশ্ন: গম চাষের উপযোগী ঋতু কোনটি এবং কোন কোন অঞ্চলে গম উত্পাদন বেশি হয়?
উত্তর: শীতকাল গম চাষের জন্য উপযোগী ঋতু। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উত্পাদন বেশি হয়।
৩. প্রশ্ন: অর্থকরী ফসল কাকে বলে? কয়েকটি অর্থকরী ফসলের নাম লেখো।
উত্তর: যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়, সেগুলোকে অর্থকরী ফসল বলে। যেমন পাট, চা, তামাক ইত্যাদি।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা