পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১৩. বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মূল পার্থক্য কোথায়?
ক. কার্যকারণ নীতিতে (নিয়মে)
খ. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে
গ. সার্বিক বাক্য স্থাপনে বা ঘটনা পর্যবেক্ষণে
ঘ. আরোহাত্মক লম্ফে
১৪. অপ্রকৃত আরোহ কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৬টি
১৫. সাদৃশ্যানুমান কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
১৬. সাদৃশ্যানুমানের নিশ্চয়তা কিসের ওপর নির্ভর করে?
ক. মিলের ওপর
খ. অমিলের ওপর
গ. পারষ্পারিক নির্ভরশীলতায়
ঘ. অঙ্গাঙ্গী সম্পর্কে
১৭. ‘রুমা ও ঝুমা যমজ বোন। রুমা মেধাবী। সুতরাং ঝুমাও মেধাবী।’—অনুমানটি কী?
ক. অবৈজ্ঞানিক আরোহ খ. বৈজ্ঞানিক আরোহ
গ. সাদৃশ্যমূলক অনুমান ঘ. ঘটনা সংযোজন
১৮. কোনটি অপ্রকৃত আরোহ?
ক. বৈজ্ঞানিক আরোহ খ. অবৈজ্ঞানিক আরোহ
গ. সাদৃশ্যানুমান ঘ. ঘটনা সংযোজন বা পূর্ণাঙ্গ আরোহ
১৯. অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কোন ধরনের দৃষ্টান্ত বিবেচিত হয়?
ক. শুধু অনুকূল খ. শুধু প্রতিকূল
গ. শুধু নিরপেক্ষ ঘ. শুধু বাস্তব
২০. আরোহের সিদ্ধান্ত সাধারণত কোন ধরনের যুক্তিবাক্য হয়?
ক. বিশেষ খ. সার্বিক
গ. বৈকল্পিক ঘ. প্রাকল্পিক
২১. অসাধু সাদৃশ্য অনুমান কোন বিষয়ের ওপর নির্ভর করে?
ক. মৌলিক সাদৃশ্য
খ. গুরুত্বপূর্ণ সাদৃশ্য
গ. গুরুত্বহীন (অমৌলিক) সাদৃশ্য
ঘ. প্রাসঙ্গিক সাদৃশ্য
২২. মিলের মতে, আরোহের মূল বৈশিষ্ট্য কী?
ক. পর্যবেক্ষণ খ. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি
গ. কার্যকারণ নিয়ম ঘ. আরোহমূলক লম্ফ
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১৩.ক ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.গ ১৮.ঘ ১৯.গ ২০.খ ২১.গ ২২.ঘ
এস এম হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, সিটি কলেজ, ঢাকা