১. সকল আলোর উৎস কোনটি?
ক. সূর্য খ. চন্দ্র
গ. জেনারেটর ঘ. বাল্ব
২. আলোর সরল রৈখিক পথকে কী বলে?
ক. আলোকরশ্মি খ. প্রতিসরণ
গ. শোষণ ঘ. প্রতিফলন
৩. আলো কীভাবে চলে?
ক. সরলরেখায় খ. বাঁকা পথে
গ. থেমে থেমে ঘ. আড়াআড়িভাবে
৪. আলোর বৈশিষ্ট্য হলো—
i. এটি অত্যন্ত দ্রুত চলে
ii. এর চলন পথ বক্রাকার
iii. এটি সরলপথে চলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. আলো যখন কোনো বস্তুতে পড়ে তা থেকে বাধা পেয়ে ফিরে আসে, তখন তাকে কী বলে?
ক. প্রতিসরণ খ. শোষণ
গ. নির্গমন ঘ. প্রতিফলন
৬. কোনো বস্তু সব আলো শোষণ করলে বস্তুটিকে কেমন দেখাবে?
ক. কালো দেখাবে খ. সাদা দেখাবে
গ. লাল দেখাবে ঘ. বস্তুটি অতি উজ্জ্বল দেখাবে
৭. যেসব বস্তুর নিজের কোনো আলো নেই, অন্য বস্তুর আলো প্রতিফলিত করে এদের কী বলে?
ক. উজ্জ্বল বস্তু খ. অনুজ্জ্বল বস্তু
গ. আলোকরশ্মি ঘ. প্রতিসরণ
৮. বস্তুতে আলো পড়ে যদি তা ফিরে না আসে, তাহলে তাকে কী বলে?
ক. শোষণ খ. প্রতিফলন
গ. প্রতিসরণ ঘ. বিশ্লেষণ
৯. কোন রঙের বস্তুর শোষণ ক্ষমতা বেশি?
ক. নীল খ. কালো
গ. লাল ঘ. হলুদ
১০. যে বস্তু সব আলো শোষণ করে, তাকে কেমন দেখায়?
ক. সাদা খ. নীল
গ. কালো ঘ. আসমানি
সঠিক উত্তর
অধ্যায় ৯: ১.ক ২.ক ৩.ক ৪.খ ৫.ঘ ৬.ক ৭.খ ৮.ক ৯.গ ১০.গ
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা