নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪১ ও ১৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আজহার অনলাইনে প্রোগ্রামিংয়ের ওপর বিভিন্ন ধরনের সাইট ভিজিট করে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম শিখে এখন সে প্রোগ্রাম তৈরি করে। কার্টুনও তৈরি করতে পারে।
১৪১. আজহারের শিক্ষাপদ্ধতি ছিল কোনটি?
ক. ইনফরমেশন লার্নিং খ. ইলেকট্রনিক লার্নিং
গ. প্রোগ্রাম লার্নিং ঘ. ভিডিও লার্নিং
১৪২. এ ব্যবস্থায় আজহারের প্রয়োজন হবে—
i. ভালো ইন্টারনেট স্পিড
ii. বই
iii. ই-লার্নিংয়ের শিখনসামগ্রী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪৩. দেশের কয়টি চিনিকলের আখচাষি বর্তমানে ই-পুর্জি সেবা গ্রহণ করছে?
ক. ৫টি খ. ১৫টি
গ. ২০টি ঘ. ২২টি
১৪৪. ই-গভর্ন্যান্স বা সুশাসনের জন্য দরকার—
i. স্বচ্ছতা
ii. জবাবদিহি
iii. ডিজিটাল পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪৫. ই-সেবার প্রধান বৈশিষ্ট্য—
ক. বেশি খরচ কিন্তু স্বল্প সময়ে সেবা প্রদান
খ. স্বল্প খরচ ও স্বল্প সময়ে সেবা প্রদান
গ. মুঠোফোনের ব্যবহার
ঘ. বিনা মূল্যে সেবা প্রদান
১৪৬. ই-সেবার আওতাধীন সেবা—
i. ই-স্বাস্থ্যসেবা
ii. এমটিএস
iii. ই-টিকিট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪৭. ই-স্বাস্থ্য সেবার ফলে আমরা পাচ্ছি—
i. মুঠোফোনে ডাক্তারের পরামর্শ
ii. টেলিমেডিসিন সেবা
iii. হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪৮. অনলাইন আয়কর হিসাব করার ক্যালকুলেটর কোন ধরনের সেবা?
ক. ই-গভর্ন্যান্স খ. ই-সেবা
গ. এমটিএস ঘ. মোবাইল সেবা
১৪৯. মুঠোফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের পদ্ধতি কোনটি?
ক. ই-পর্চা
খ. ই-স্বাস্থ্যসেবা
গ. টেলিমেডিসিন
ঘ. মোবাইল টিকিটিং
১৫০. দেশের হাসপাতালগুলোয় বর্তমানে কোন ধরনের সেবা প্রদান করা হচ্ছে?
ক. ই-পর্চা খ. ই-কমার্স
গ. টেলিমেডিসিন ঘ. ই-টিকিটিং
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৪১.খ ১৪২.খ ১৪৩.খ ১৪৪.ঘ ১৪৫.খ ১৪৬.ঘ ১৪৭.ঘ ১৪৮.খ ১৪৯.খ ১৫০.গ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা