ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
শূন্যস্থান পূরণ করো:
১. পদার্থ ______ অবস্থায় থাকতে পারে।
২. কঠিন পদার্থের নির্দিষ্ট ______ ও আয়তন আছে।
৩. তরল পদার্থের নির্দিষ্ট কোনো ______ নেই।
৪. গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ______ ও ______ নেই।
৫. পানি, তেল ও দুধ হলো ______ পদার্থ।
৬. রাসায়নিক পরিবর্তনগুলো সাধারণত ______ হয়।
৭. কোনো পদার্থকে কাটা, ছিঁড়ে ফেলা ও মিশ্রিত করা হলো ______ পরিবর্তন।
৮. ভৌত পরিবর্তনের ক্ষেত্রে পদার্থের উপাদানের ______ পরিবর্তিত হয় না।
৯. পানি ও চিনির মিশ্রণ পদার্থের ______ পরিবর্তনের উদাহরণ।
১০. পচানো, পোড়ানো, মরিচা ধরা হলো ______ পরিবর্তনের উদাহরণ।
উত্তর:
১. তিন ২. আকার ৩. আকার ৪. আকার, আয়তন ৫. তরল ৬. একমুখী ৭. ভৌত ৮. গঠন ৯. ভৌত ১০. রাসায়নিক
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা