পঞ্চম শ্রেণি - বাংলা | হাতি আর শিয়ালের গল্প - বিপরীত শব্দ

পঞ্চম শ্রেণির পড়াশোনা

হাতি আর শিয়ালের গল্প

বিপরীত শব্দগুলো জেনে নিয়ে ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করো।

সুন্দর- কুৎসিত, অহংকার-নিরহংকার, ভয়-সাহস ,স্বাধীন-পরাধীন

ক. আমরা______দেশের অধিবাসী।

খ. ______পতনের মূল।

গ. চেহারা নয়, আসল______হলো মানুষের মন।

ঘ. মনে______থাকলে কোনো কিছু করা সম্ভব নয়।

উত্তর:

ক. আমরা স্বাধীন দেশের অধিবাসী।

খ. অহংকার পতনের মূল।

গ. চেহারা নয়, আসল সুন্দর হলো মানুষের মন।

ঘ. মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয়।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা