২১. প্রশ্ন: ৩০ কোন কোন মৌলিক সংখ্যার গুণফল?
উত্তর: ২, ৩ ও ৫।
২২. প্রশ্ন: প্রতিটি গুণনীয়ককে কী বলা হয়?
উত্তর: মৌলিক উৎপাদক।
২৩. প্রশ্ন: ১২ সংখ্যাটির মৌলিক উৎপাদক নির্ণয় করো।
উত্তর: ১২ = ২ × ২ × ৩
২৪. প্রশ্ন: ৩০ এবং ৪৫ এর লসাগু কত?
উত্তর: ৯০।
২৫. প্রশ্ন: ৩০ এবং ৪৫ এর গসাগু কত?
উত্তর: ১৫।
২৬. প্রশ্ন: দৈর্ঘ্য ৪২ মিটার, প্রস্থ ৩৬ মিটার হলে ক্ষেত্রফল কত?
উত্তর: ১৫১২ বর্গমিটার।
২৭. প্রশ্ন: ১৮ এর সব গুণনীয়ক লেখো।
উত্তর: ১৮ এর সব গুণনীয়ক: ১, ২, ৩, ৬, ৯, ১৮
২৮. প্রশ্ন: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত হয়?
উত্তর: ১।
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা