২১. মানুষের যন্ত্রের ওপর নির্ভরতার ফলে—
i. প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমে গেছে
ii. জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে
iii. কর্মসংস্থান হ্রাস পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. বর্তমান যুগে টিকে থাকতে যেসব দক্ষতা আয়ত্ত করা প্রয়োজন—
i. জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা
ii. যোগাযোগের দক্ষতা
iii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. নতুন তথ্য সৃষ্টি করতে কোনটির প্রয়োজন?
ক. ইন্টারনেটের জগতে প্রবেশ
খ. জ্ঞান আহরণ
গ. তথ্যপ্রযুক্তির বিনাশ
ঘ. তথ্যপ্রযুক্তির জগতে প্রবেশ
২৪. ফেসবুকের নির্মাতা কে?
ক. স্টিভ জবস
খ. বিল গেটস
গ. মার্ক জাকারবার্গ
ঘ. টিম বার্নার্স–লি
২৫. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করলে—
i. জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা সম্ভব হবে
ii. নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না
iii. তথ্য সংগ্রহ করতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. আধুনিক কম্পিউটারের জনক কে?
ক. চার্লস ব্যাবেজ
খ. অ্যাডা লাভলেস
গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ. স্টিভ জবস
২৭. চার্লস ব্যাবেজ কী ছিলেন?
ক. একজন প্রকৌশলী ও গণিতবিদ
খ. একজন চিত্রকর
গ. একজন গবেষক
ঘ. একজন শিক্ষক
২৮. চার্লস ব্যাবেজের জন্ম কত সালে?
ক. ১৭৯১ সালে খ. ১৭৯২ সালে
গ. ১৭৯৩ সালে ঘ. ১৮৫২ সালে
২৯. চার্লস ব্যাবেজের মৃত্যু হয় কত সালে?
ক. ১৮১৫ সালে খ. ১৮৪২ সালে
গ. ১৮৫২ সালে ঘ. ১৮৭১ সালে
৩০. স্টিভ জবস জন্মগ্রহণ করেন কত সালে?
ক. ১৭৯১ সালে খ. ১৮৩১ সালে
গ. ১৯৫৫ সালে ঘ. ১৯৮৪ সালে
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.ক ২২.গ ২৩.ক ২৪.গ ২৫.খ ২৬.ক ২৭.ক ২৮.ক ২৯.ঘ ৩০.গ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা