১১. ইনফরমেশন হাইওয়ের প্রাথমিক রূপ কোনটি?
ক. ইন্টারনেট খ. নেটওয়ার্ক
গ. আইসিটি ঘ. সফটওয়্যার
১২. একুশ শতকে টিকে থাকতে হলে—
i. উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে
ii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জ্ঞানার্জন করতে হবে
iii. তথ্যপ্রযুক্তিতে পারদর্শী হতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন তৈরি করে কত সালে?
ক. ১৮৩৩ খ. ১৮৪২
গ. ১৯৫৩ ঘ. ১৯৯১
১৪. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন কোন বিজ্ঞানী?
ক. চার্লস ব্যাবেজ
খ. অ্যাডা লাভলেস
গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ. জগদীশচন্দ্র বসু
১৫. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে—
i. স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যায়
ii. সরকারি সেবার মান উন্নত হয়
iii. ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. শিল্পবিপ্লব কবে সংঘটিত হয়েছিল?
ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে
খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
গ. ঊনবিংশ শতাব্দীর শেষে
ঘ. বিংশ শতাব্দীতে
১৭. ভবিষ্যতে পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে কারা?
ক. যারা ঘরে বসে থাকবে
খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে
গ. যারা অর্থভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে
ঘ. যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে
১৮. মানুষ কোনটির ওপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে?
ক. যন্ত্রের ওপর খ. ইচ্ছার ওপর
গ. জ্ঞানের ওপর ঘ. তথ্যের ওপর
১৯. জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি?
ক. সৃজনশীলতা
খ. বিপ্লব করার ক্ষমতা
গ. চিন্তাভাবনা
ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা
২০. একুশ শতকে টিকে থাকতে হলে কোন বিষয়টি অবশ্যই জানতে হবে?
ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. বিশ্বগ্রাম
ঘ. বিশ্বায়ন
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.ক ১২.গ ১৩.ঘ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.ক ১৯.ঘ ২০.খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা