দশম শ্রেণির পড়াশোনা
১০১. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত ফুট?
ক. ১২৩ খ. ১৫০
গ. ১৭০ ঘ. ২১০
১০২. জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ শেষ হয় কবে?
ক. ১৯৮২ খ. ১৯৮৬
গ. ১৯৮৮ ঘ. ১৯৮৯
১০৩. মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
ক. তানভীর করিম খ. সৈয়দ আবদুল্লাহ
গ. কামরুল হাসান ঘ. নভেরা
১০৪. মুজিবনগর সরকারের বিশেষ দূত কে ছিলেন?
ক. আবু সাঈদ চৌধুরী
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তানভীর করিম
ঘ. কামরুল হাসান
১০৫. মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
ক. মেহেরপুর খ. মুর্শিদাবাদ
গ. কুষ্টিয়া ঘ. বগুড়া
১০৬. ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ’—এ উক্তিটি কার?
ক. মাওলানা ভাসানীর
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
গ. আইয়ুব খানের
ঘ. এ কে ফজলুল হকের
১০৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেসকো ‘বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে কত সালে?
ক. ২০১৫ খ. ২০১৬
গ. ২০১৭ ঘ. ২০১৮
১০৮. বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের ‘২৫ মার্চের রাত’ কী নামে পরিচিত?
ক. গণহত্যার রাত খ. দুঃসহ রাত
গ. কালরাত ঘ. কলঙ্কময় রাত
১০৯. পাকিস্তান সেনাবাহিনী ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোথা থেকে গ্রেপ্তার করে?
ক. গণভবন খ. পার্টি অফিস
গ. বঙ্গভবন ঘ. ধানমন্ডির বাসভবন
১১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন কখন?
ক. ২৬ মার্চের প্রথম প্রহরে
খ. ২৬ মার্চের মধ্যরাতে
গ. ২৬ মার্চের সকালে
ঘ. ২৬ মার্চের মধ্যাহ্নে
সঠিক উত্তর
অধ্যায় ১৩: ১০১.খ ১০২.ক ১০৩.ক ১০৪.ক ১০৫.ক ১০৬.খ ১০৭.গ ১০৮.গ ১০৯.ঘ ১১০.ক
কাজী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা