পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৩১. ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৬৫ খ. ১৯৭০
গ. ১৯৭১ ঘ. ১৯৭২
৩২. কী কারণে মৌসুমি বেকারত্ব দেখা যায়?
ক. প্রাকৃতিক খ. সামাজিক
গ. অর্থনৈতিক ঘ. ব্যক্তিগত
৩৩. মজুরিভিত্তিক কোনো কাজ না পাওয়াকে কী বলে?
ক. শ্রমিক খ. মজুর
গ. বেকারত্ব ঘ. দারিদ্র্য
৩৪. একজন বেকারের মধ্যে কয়টি বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
৩৫. প্রচ্ছন্ন বেকারদের প্রান্তিক উৎপাদনশীলতা কত?
ক. শূন্য খ. ঋণাত্মক
গ. একের বেশি ঘ. অসীম
৩৬. পেশা পরিবর্তনের কারণে কোন ধরনের বেকারত্বের সৃষ্টি হয়?
ক. মৌসুমি খ. ছদ্মবেশী
গ. প্রচ্ছন্ন ঘ. সাময়িক
৩৭. অনুন্নত দেশের কৃষি ব্যবস্থায় কী ধরনের বেকারত্ব বিদ্যমান?
ক. মৌসুমী খ. সাময়িক
গ. অপ্রছন্ন ঘ. ছদ্মবেশি
৩৮. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেকার সমস্যা সমাধানের জন্য কোনটি প্রযোজ্য?
ক. বিনোদন নিশ্চিত করা
খ. শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা
গ. রাজনৈতিক সংস্কার
ঘ. পুরোনো কর্মচারী ছাঁটাই
৩৯. গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধির জন্য কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে কোন শিল্পপ্রতিষ্ঠান করা উচিত?
ক. বৃহদায়তন শিল্প
খ. মাঝারি শিল্প
গ. কৃষিভিত্তিক শিল্প
ঘ. ইপিজেড
৪০. নিচের কোনটি কৃষি খাতের ছদ্মবেশী বেকারত্ব দূরীকরণের উপায়?
ক. শিল্প খাতে শ্রমিকের স্থানান্তর
খ. বছরে একটি ফসল উৎপাদন
গ. কৃষিতে বিনিয়োগ কমানো
ঘ. সারা বছর ধান কাটা
সঠিক উত্তর
অধ্যায় ৯: ৩১.ঘ ৩২.ক ৩৩.গ ৩৪.খ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.খ ৩৯.গ ৪০.ক
মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা