অর্থনীতি - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৩১. বাজারে দর–কষাকষি সৃষ্টি হয় কাদের মধ্যে?

ক. ক্রেতা–উৎপাদক

খ. ব্যবসায়ী–বিক্রেতা

গ. উৎপাদক–ব্যবসায়ী

ঘ. ক্রেতা–বিক্রেতা

৩২. ‘বাজার ভারসাম্যে’র শর্ত কোনটি?

ক. চাহিদা = জোগান

খ. চাহিদা > জোগান

গ. জোগান > চাহিদা

ঘ. চাহিদা + জোগান

৩৩. বিক্রেতা কেমন দামে দ্রব্য বিক্রি করতে চায়?

ক. সর্বোচ্চ দামে

খ. সর্বনিম্ন দামে

গ. ইচ্ছামাফিক দামে

ঘ. চাহিদা অনুপাতে বিক্রয়

৩৪. ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য ক্রয়–বিক্রয় হয় তাকে কী বলে?

ক. ভারসাম্য পরিমাণ

খ. ভারসাম্য চাহিদা

গ. ভারসাম্য দাম

ঘ. ভারসাম্য জোগান

৩৫. কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে কী বলে?

ক. উপযোগ খ. উৎপাদন

গ. ভোগ ঘ. বিনিয়োগ

৩৬. অর্থনীতিতে ভোগের অর্থ কী?

ক. উপযোগ বৃদ্ধি

খ. উপযোগ সৃষ্টি

গ. উপযোগের ক্ষমতা

ঘ. উপযোগের ব্যবহার

৩৭. ভোগের পরিমাণ বাড়লে মোট উপযোগের কী হয়?

ক. ক্রমহ্রাসমান হারে বাড়ে

খ. ক্রমবর্ধমান হারে বাড়ে

গ. ক্রমহ্রাসমান হারে কমে

ঘ. সমহারে বাড়ে

৩৮. ভোক্তা দ্রব্য ধ্বংস করতে পারে না কেন?

ক. নিঃশেষ করে বলে

খ. খেয়ে ফেলে বলে

গ. উপযোগ গ্রহণ করে বলে

ঘ. নষ্ট করে বলে

৩৯. মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন কত হবে?

ক. ধনাত্মক খ. ঋণাত্মক

গ. শূন্য ঘ. সর্বনিম্ন

৪০. প্রান্তিক উপযোগ কী হলে মোট উপযোগ সর্বোচ্চ হবে?

ক. ধনাত্মক হলে খ. ঋণাত্মক হলে

গ. শূন্য হলে ঘ. সমান হলে

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১.ঘ ৩২.ক ৩৩.ক ৩৪.ক ৩৫.ক ৩৬.ঘ ৩৭.ক ৩৮.গ ৩৯.গ ৪০.গ

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]