দশম শ্রেণির পড়াশোনা
৪১. ATP ভেঙে নিচের কোনটি উৎপন্ন হয়?
ক. GTP খ. NAD
গ. NADP ঘ. ADP
৪২. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা কত?
ক. ২২°–৩৫° সেলসিয়াস
খ. ২৪°–৩৮° সেলসিয়াস
গ. ২৪°–৪৮° সেলসিয়াস
ঘ. ২৪°–৬৮° সেলসিয়াস
৪৩. কোন পরিবেশে সালোকসংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে?
ক.কার্বন ডাই–অক্সাইডবিহীন
খ. অক্সিজেনবিহীন
গ. ক্লোরোফিলবিহীন
ঘ. মিথেনবিহীন
৪৪. ক্লোরোফিলের প্রধান উপকরণ—
i. অক্সিজেন
ii. নাইট্রোজেন
iii. ম্যাগনেসিয়াম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. কোন পাতায় সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে?
ক. কমবয়সী খ. মধ্যবয়সী
গ. প্রাপ্তবয়সী ঘ. কচিবয়সী
৪৬. কখন উদ্ভিদের পাতায় বেশি শর্করা জমা হয়
ক. সকালে খ. দুপুরে
গ. বিকেলে ঘ. রাতে
৪৭. সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এক বিশেষ ভূমিকা পালন করে—
i. O2 ও CO2 এর সঠিক ভারসাম্য বজায় রাখতে
ii. পরিবেশের ভারসাম্য রক্ষায়
iii. জৈব জীবন রক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ শতকরা কত ভাগ?
ক. ১৮.২৫ ভাগ খ. ১৯.২০ ভাগ
গ. ২০.৯৫ ভাগ ঘ. ২১.৯৫ ভাগ
৪৯. বায়ুমণ্ডলে কার্বন–ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ শতকরা কত?
ক. ০.০৩ ভাগ খ. ০.০০৪ ভাগ
গ. ০.০০৫ ভাগ ঘ. ০.০০৬ ভাগ
৫০. জীবদেহের প্রতিটি কোষে দিবারাত্রি কত ঘণ্টা শ্বসন চলতে থাকে?
ক. ৮ ঘণ্টা খ. ১২ ঘণ্টা
গ. ১৬ ঘণ্টা ঘ. ২৪ ঘণ্টা
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৪১.ঘ ৪২.ক ৪৩.খ ৪৪.গ ৪৫.খ ৪৬.গ ৪৭.ক ৪৮.গ ৪৯.ক ৫০.ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা