ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
২১. শিশুর প্রতি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে—
i. বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা
ii. বিকাশের অধিকার নিশ্চিত করা
iii. শিশুকে কাজে লাগানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. প্রতিটি শিশুর স্বাধীনভাবে অধিকার রয়েছে–
i. লেখাপড়া না করার
ii. মতামত প্রকাশের
iii. মতামত বিবেচিত হওয়ার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. বাংলাদেশ সরকার শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য কী করেছে?
ক. জাতীয় শিশু নীতি প্রণয়ন
খ. শিশুনিবাস নির্মাণ
গ. শিশুদের জন্য আলাদা কোটা নির্ধারণ
ঘ. শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা
২৪. বাংলাদেশ কখন জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষর করে?
ক. ১৯৯০ সালের ৩ আগস্ট
খ. ১৯৯০ সালের ২৬ জানুয়ারি
গ. ১৯৯২ সালের ৩ আগস্ট
ঘ. ১৯৯৩ সালের ২৬ জানুয়ারি
২৫. বাংলাদেশ কখন জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়নের রাষ্ট্রীয় অঙ্গীকার করে?
ক. ১৯৯০ সালের ৩ আগস্ট
খ. ১৯৯০ সালের ৩ সেপ্টেম্বর
গ. ১৯৯১ সালের ৩ আগস্ট
ঘ. ১৯৯২ সালের ৩ আগস্ট
২৬. ‘সবার জন্য শিক্ষা’ বাস্তবায়নে বাংলাদেশ সরকারের যথোপযুক্ত কার্যক্রম কোনটি?
ক. উপবৃত্তি চালু
খ. খাদ্য বিতরণ
গ. বিনা মূল্যে বই বিতরণ
ঘ. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু
২৭. শিশু অধিকার বাস্তবায়নে কোনটি বিশেষভাবে প্রয়োজন?
ক. গণসচেতনতা খ. অধিক সম্পদ
গ. দক্ষ জনবল ঘ. অবাধ স্বাধীনতা
২৮. শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল প্রদানের ব্যবস্থা করা হয়েছে কেন?
ক. অন্ধত্ব নির্মূল করার জন্য
খ. শারীরিক বিকাশ ত্বরান্বিত করার জন্য
গ. রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য
ঘ. সুস্থ, সবল রাখার জন্য
২৯. বাংলাদেশ সরকার শিশুদের জন্য কোনটি নিষিদ্ধ করেছে?
ক. অতিরিক্ত পড়াশোনা
খ. জবরদস্তিমূলক ভারী ও ঝুঁকিপূর্ণ কাজ
গ. পার্কে ঘুরে বেড়ানো
ঘ. পারিবারিক কাজ
৩০. কার নির্দেশনায় সরকার শিশুর স্বাধীন চিন্তাশক্তির প্রকাশ, বিবেক-বুদ্ধির বিকাশ এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করবে?
ক. নানা-নানির খ. দাদা-দাদির
গ. মা-বাবার ঘ. শিক্ষকের
সঠিক উত্তর
অধ্যায় ১০: ২১.ক ২২.গ ২৩.ক ২৪.খ ২৫.ক ২৬.ঘ ২৭.ক ২৮.ক ২৯.খ ৩০.গ
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)