অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৯ - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৯

১১. নিচের কোন দেশটি বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে?

ক. মিয়ানমার খ. নেপাল

গ. ভুটান ঘ. চীন

১২. নিচের কোন দেশটি তথ্য-প্রযুক্তিতে অনেক এগিয়ে?

ক. ভারত খ. পাকিস্তান

গ. নেপাল ঘ. ভুটান

১৩. জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে বর্তমান সরকার কয়টি কৌশল গ্রহণ করেছে?

ক. ১১টি খ. ১২টি

গ. ১৩টি ঘ. ১৪টি

১৪. মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতের শতকরা কত ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল?

ক. ২৩ ভাগ খ. ২৪ ভাগ

গ. ২৫ ভাগ ঘ. ২৬ ভাগ

১৫. আমাদের দেশের জনশক্তিকে মানবসম্পদে পরিণত করতে সরকারের কৌশল হলো—

i. ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রসার

ii. নারীশিক্ষার প্রসার

iii. প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. দেশে জনসংখ্যানীতি প্রণয়নের লক্ষ্য কী?

ক. দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা

খ. দেশের প্রথম শ্রেণির নাগরিকদের জীবনমানের উন্নতি

গ. জনসংখ্যা বৃদ্ধি করা

ঘ. শুধু দারিদ্র্য জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি

১৭. বাংলাদেশের জনসংখ্যানীতির মূল লক্ষ্য হলো—

i. শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা

ii. পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করা

iii. দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগান কোনটি?

ক. ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট

খ. ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট

গ. ছেলে হোক মেয়ে হোক তিনটি সন্তানই যথেষ্ট

ঘ. একটি ছেলে ও একটি মেয়ে সন্তানই যথেষ্ট

১৯. প্রতিবছর বাংলাদেশে জনসংখ্যা দিবস পালিত হয় কবে?

ক. ২ ফেব্রুয়ারি খ. ৩ ফেব্রুয়ারি

গ. ৪ ফেব্রুয়ারি ঘ. ৫ ফেব্রুয়ারি

২০. নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে কাকে?

ক. প্রাথমিক শিক্ষাকে

খ. মাধ্যমিক শিক্ষাকে

গ. উপ-আনুষ্ঠানিক শিক্ষাকে

ঘ. প্রাথমিক ও গণশিক্ষাকে

সঠিক উত্তর

অধ্যায় ৯: ১১.ঘ ১২.ক ১৩.ক ১৪.ক ১৫.খ ১৬.ক ১৭.ঘ ১৮.ক ১৯.ক ২০.ঘ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা