এসএসসি ২০২৩ ও সমমানের বৃত্তি, এখনো প্রকাশ হয়নি দুটি শিক্ষা বোর্ডের ফল

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পাসকৃতদের মধ্যে সরকারী পৃষ্ঠপোষকতায় বৃত্তির ব্যবস্থা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাসিক ও এককালীন (বাৎসরিক) ভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ও সাধারণ এই দুই শ্রেণিতে বৃত্তি প্রদান করা হবে।

গত ১৭ সেপ্টেম্বর মাউশির এক অফিস আদেশে আজ বুধবার ২৭ সেপ্টেম্বর, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডকে এসএসসি ২০২৩ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডকে ২০২৩ সালের দাখিল পরীক্ষায় পাসকৃতদের মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে তা প্রকাশ করার কথা বলা হয়েছিল।

একনজরে বোর্ডভিত্তিক দেখে নিন বৃত্তিপ্রাপ্তদের তালিকা

  1. ঢাকা বোর্ড

  2. চট্টগ্রাম বোর্ড

  3. রাজশাহী বোর্ড (প্রকাশিত হলে এই লিংকে অথবা এই লিংকে পাওয়া যেতে পারে)

  4. যশোর বোর্ড

  5. কুমিল্লা বোর্ড

  6. সিলেট বোর্ড 

  7. বরিশাল বোর্ড

  8. দিনাজপুর বোর্ড (প্রকাশিত হলে এই লিংকে অথবা এই লিংকে পাওয়া যেতে পারে)

  9. ময়মনসিংহ বোর্ড

  10. মাদ্রাসা শিক্ষা বোর্ড

আজ সন্ধ্যা ৮টা পর্যন্ত ৯টি বোর্ডের ওয়েবসাইট ঘুরে ৭টি বোর্ডের ওয়েবসাইটে বৃত্তির ফল পাওয়া গেছে। রাজশাহী ও দিনাজপুর বোর্ডের ফল এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে রাজশাহী ও দিনাজপুর বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, তবে কবে নাগাদ ফলাফল প্রকাশ হবে সে ব্যাপারে সুনিশ্চিত কিছু জানাতে পারেননি।

দিনাজপুর এবং রাজশাহী বোর্ডের বিভিন্ন স্কুলে খোঁজ নিলে প্রতিষ্ঠান প্রধানরা জানান তাঁরা এ সংক্রান্ত কোনো ফলাফল কিংবা কোনো নির্দেশনা এখনো পাননি।