খনিজ সম্পদ ও জ্বালানি - ভূগোল ২য় পত্র, অধ্যায় ৫ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

[এর আগের প্রকাশিত লেখা]

অধ্যায় ৫

১. জ্বালানি খনিজ হলো— 

  i. প্রাকৃতিক গ্যাস ii. খনিজ তেল

  iii. আকরিক লৌহ

নিচের কোনটি সঠিক?

  ক. i ও ii   খ. i ও iii

  গ. ii ও iii   ঘ. i, ii ও iii

২. খনিজ পদার্থ গঠিত হয়—

  i. দুইটি মৌলিক পদার্থের সমন্বয়ে

 ii. দুইটি যৌগিক পদার্থের সমন্বয়ে

 iii. দুইয়ের অধিক পদার্থের সমন্বয়ে

নিচের কোনটি সঠিক?

  ক. i ও ii   খ. i ও iii

  গ. ii ও iii   ঘ. i, ii ও iii

৩. খনিজবহির্ভূত শক্তি সম্পদ—

  i. পানিবিদ্যুৎ

ii. সৌরবিদ্যুৎ

  iii. বার্জ মাউন্টেড বিদ্যুৎ

নিচের কোনটি সঠিক?

  ক. i ও ii   খ. i ও iii

  গ. ii ও iii   ঘ. i, ii ও iii

৪. লৌহ ও ইস্পাত উৎপাদনে এশিয়ার শীর্ষ  দেশ কোনটি?

  ক. ভারত খ. জাপান

  গ. চীন  ঘ. দক্ষিণ কোরিয়া

৫. মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি?

  ক. ইরান   খ. ইরাক

  গ. সৌদি আরব ঘ. কুয়েত

৬. OPEC কত সালে গঠিত হয়?

  ক. ১৯৬০ সালে   খ. ১৯৬২ সালে

  গ. ১৯৬৭ সালে ঘ. ১৯৬৯ সালে

৭. কোনটি বিকল্প জ্বালানির উদাহরণ? 

  ক. কয়লা    খ. জৈব গ্যাস 

  গ. প্রাকৃতিক গ্যাস ঘ. খনিজ তেল

৮. আকরিকে সর্বনিম্ন শতকরা কত ভাগ লৌহ থাকলে তা উত্তোলন করা লাভজনক?

  ক. ৩০ খ. ৩৫

  গ. ৪০ ঘ. ৪৫

৯. OPECএর পূর্ণরূপ কী?

  ক. Organization of Petroleium Exporting Countries

  খ. Organization of Polaneam Exporiting Countries

  গ. Organization of Petroleum Extracting Countries

  ঘ. Organization of Polar Enhance Company

১০. পৃথিবীর অর্ধেকের বেশি তেল সঞ্চিত আছে কোথায়?

  ক. রুশ ফেডারেশনে খ. ইউরোপে

  গ. মধ্যপ্রাচ্যে ঘ. উত্তর আমেরিকায়

১১. কোন আকরিক লৌহটি সর্বাপেক্ষা নিকৃষ্ট শ্রেণির, যার বর্ণ বাদামি ও ধূসর?

  ক. ম্যাগনেটাইট খ. হেমাটাইট

  গ. লিমোনাইট  ঘ. সিডেরাইট

১২. দক্ষিণ আফ্রিকায় কোন ধরনের কয়লা  পাওয়া যায়?

  ক. পিট   খ. লিগনাইট

  গ. বিটুমিনাস ঘ. গ্রাফাইট

১৩. আকরিক লৌহ কোন শিল্পে ব্যবহৃত হয়?

  ক. সিমেন্ট খ. ব্রিকস

  গ. ইস্পাত  ঘ. কাচ

১৪. খনিজ তেলের আরেক নাম কী?

  ক. স্বর্ণ    খ. রৌপ্য

  গ. তরল স্বর্ণ  ঘ. তরল রৌপ্য

১৫. খনিজ তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

  ক. রাশিয়া  খ. সৌদি আরব

  গ. যুক্তরাষ্ট্র  ঘ. ভেনেজুয়েলা

১৬. বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?

  ক. তিতাস খ. রশিদপুর

  গ. হবিগঞ্জ ঘ. কৈলাসটিলা

১৭. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত কোন জেলায়?

  ক. নাটোর খ. যশোর

  গ. খুলনা  ঘ. পাবনা

১৮. বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলে যে খনিজ সম্পদ পাওয়া যায়, তার প্রধান উপাদান কোনটি?

  ক. ক্লোরিন খ. ফ্লোরিন

  গ. মিথেন ঘ. ব্রোমিন

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১. ক ২. খ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. ক ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. ঘ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা