১. মিথেনের সংকেত কোনটি?
ক. CH4 খ. C2H2
গ. C6H6 ঘ. C2H6
২. কপার সালফেটের সংকেত কোনটি?
ক. Cu2SO4 খ. CuSO3
গ. CuSO4 ঘ. Cu2(SO4)2
৩. ক্যালসিয়াম সালফেটের একটা অণুতে কয়টি পরমাণু আছে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৬টি
৪. যে বিক্রিয়ার একটি পদার্থ বাতাসের অক্সিজেনের সাহায্যে পুড়ে প্রচুর তাপশক্তি ও আলোকশক্তি উৎপন্ন হয়, তাকে কী বলে?
ক. সংযোজন বিক্রিয়া
খ. দহন বিক্রিয়া
গ. প্রতিস্থাপন বিক্রিয়া
ঘ. বিয়োজন বিক্রিয়া
৫. কুইক লাইমের সংকেত কোনটি?
ক. Mg(OH)2 খ. Al(OH)3
গ. Ca(OH)2 ঘ. KOH
৬. মোম প্রজ্বালনে কোন শক্তির পরিবর্তন ঘটে?
ক. বিদ্যুৎশক্তি খ. আলোকশক্তি
গ. তাপশক্তি ঘ. রাসায়নিক শক্তি
৭. খাবার সোডার মধ্যে লেবুর রস যোগ করলে কোনটি উৎপন্ন হয়?
ক. কার্বন ডাই–অক্সাইড
খ. অক্সিজেন
গ. সালফার ডাই–অক্সাইড
ঘ. হাইড্রোজেন
৮. প্রশমন বিক্রিয়া উৎপাদিত দ্রব্য কোনটি?
ক. পানি খ. লবণ
গ. লবণপানি ঘ. ক্ষার ও পানি
৯. ড্রাইসেলে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক. NH4CI খ. Ca(OH)2
গ. HN4OH ঘ. CuSO4
১০. শুষ্ক কোষে কোনটি ক্যাথোড হিসেবে কাজ করে?
ক. ডাই–অক্সাইড খ. কার্বন দণ্ড
গ. দস্তার চোঙ ঘ. ধাতব টুপি
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১.ক ২.গ ৩.ঘ ৪.খ ৫.গ ৬.ঘ ৭.ক ৮.গ ৯.ক ১০.খ
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা