ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | নীলনদ আর পিরামিডের দেশ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

নীলনদ আর পিরামিডের দেশ

৩১. জাত-বেজাতের লোকের সমাহার কায়রোর কোনটি প্রমাণ করে?

ক. অনুদারতা খ. পর্যটকপ্রিয়

গ. বহুজাতিকতা ঘ. জাতীয়তা

৩২. ‘নীলনদ আর পিরামিডের দেশ’ ভ্রমণ কাহিনির সুদানিদের বৈশিষ্ট্য হিসেবে কোনটি তুলে ধরা হয়েছে?

ক. সোনালি চুল

খ. ঠোঁট টকটকে লাল

গ. ঠোঁট পুরু

ঘ. প্রায় ছয় ফুট লম্বা

৩৩. লেখকের বর্ণনায় কায়রোতে বৃষ্টিপাত কেমন হয়?

ক. মাঝে মাঝে খ. সব সময়

গ. বছরে একবার ঘ. দৈবাৎ

৩৪. কায়রো শহরে বৃষ্টির পরিমাণ কত হতে পারে বলে লেখক উল্লেখ করেন?

ক. পাঁচ-ছয় ইঞ্চির মতো

খ. চার-পাঁচ ইঞ্চি

গ. তিন-চার ইঞ্চি

ঘ. দুই-এক ইঞ্চি

৩৫. কায়রোর বেশির ভাগ বায়স্কোপ কোথায় অনুষ্ঠিত হয়?

ক. নাট্যশালায়

খ. অডিটরিয়ামে

গ. বদ্ধ ঘরে

ঘ. খোলামেলা স্থানে

৩৬. লেখক সবকিছু ভালোমতো দেখতে পেলেন না কেন?

ক. মোটরগাড়ির গতির কারণে

খ. নিষেধাজ্ঞার কারণে

গ. কড়াকড়ির কারণে

ঘ. অর্থের অভাবে

৩৭. চাঁদের আলোয় কোনটির রমণীয় দৃশ্য লেখকের চোখের সামনে ভেসে উঠল?

ক. রেস্তোরাঁর খ. নিগ্রোর

গ. সুদানির ঘ. নীলনদের

৩৮. সামান্য বাতাসে লেখকের দেখা নৌকা কয়টি ডিগবাজি খেতে পারে বলে লেখক ধারণা করেছেন?

ক. সাড়ে তিনটি খ. তিনটি

গ. আড়াইটি ঘ. দুটি

৩৯. চোখের সামনে কয়টি পিরামিড দাঁড়িয়ে আছে বলে লেখক উল্লেখ করেছেন?

ক. পাঁচটি খ. চারটি

গ. তিনটি ঘ. দুটি

৪০. পিরামিডের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক. আধুনিক স্থাপনা

খ. কল্পনার উৎস

গ. সভ্যতার বাহক

ঘ. প্রাচীন কীর্তি স্তম্ভ

সঠিক উত্তর

নীলনদ আর পিরামিডের দেশ: ৩১.খ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.ঘ ৩৬.ক ৩৭.ঘ ৩৮.গ ৩৯.গ ৪০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)