১। অশুদ্ধ: নিরপরাধী, নিস্পাপীকে শাস্তি দেবে কেন?
শুদ্ধ: নিরপরাধ, নিষ্পাপকে শাস্তি দেবে কেন?
২। অশুদ্ধ: পূর্বদিকে সূর্য উদয় হয়।
শুদ্ধ: পূর্বদিকে সূর্য উদিত হয়।
৩। অশুদ্ধ: পরপকার মানুষত্বের পরিচায়ক।
শুদ্ধ: পরোপকার মনুষত্বের পরিচায়ক।
৪। অশুদ্ধ: পরবর্তীতে আপনি আবার আসবেন।
শুদ্ধ: আপনি পরে আবার আসবেন।
৫। অশুদ্ধ: পড়াশোনায় তোমার মনোযোগীতা দেখতেছি না।
শুদ্ধ: পড়াশোনায় তোমার মনোযোগ দেখছি না।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা