তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

২৫. ওয়ার্ড প্রসেসর উইন্ডোর কোথায় অফিস বাটনের অবস্থান?

ক. নিচের বাঁ দিকে কোনায়

খ. স্ট্যাটাস বারে

গ. ওপরের বাঁ দিকে কোনায়

ঘ. রিবনে

২৬. ওয়ার্ড উইন্ডোর ওপরের বাঁ দিকের কোনার আইকনটিকে কী বলা হয়?

ক. Home ট্যাব খ. Office বাটন

গ. Picture আইকন ঘ. Illustrations গ্রুপ

২৭. ওয়ার্ড প্রসেসরে New, Open, Save ও Save as অপশনটি কোন বাটনে থাকে?

ক. Home খ. Insert

গ. Refercence ঘ. Office

২৮. Insert বাটনে পাওয়া যায় কোন অপশনটি?

ক. Open খ. Table

গ. Save ঘ. Prepare

২৯. কোন অপশনটি Insert বাটনে পাওয়া যায়?

ক. Picture খ. Clipart

গ. Chart ঘ. সব কটি

৩০. Prepare অপশনটি কোন ওয়ার্ড বাটনের?

ক. Office খ. Home

গ. Insert ঘ. Publish

৩১. Print অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনে পাওয়া যায়?

ক. Home খ. Insert

গ. Formulas ঘ. Office

৩২. ওয়ার্ডে Change Case অপশনটি কোথায় পাওয়া যায়?

ক. File খ. Insert

গ. Text ঘ. Format

৩৩. ওয়ার্ডে Publish অপশনটি কোথায় পাওয়া যায়?

ক. Home খ. Reference

গ. Office ঘ. Page Setup

৩৪. ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়?

ক. New খ. Open

গ. Save ঘ. Publish

৩৫. ওপেন অপশনটির কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+N খ. Ctrl+P

গ. Ctrl+O ঘ. Shift+O

৩৬. ওয়ার্ড ডকুমেন্ট সেভ করতে কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+A খ. Ctrl+S

গ. Shift+S ঘ. Alt+O

৩৭. ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+O খ. Ctrl+N

গ. Ctrl+P ঘ. Ctrl+C

৩৮. ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট প্রিন্টের কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Shift+P খ. Alt+P

গ. Ctrl+P ঘ. P+enter

৩৯. কপি করার কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+C খ. Ctrl+P

গ. Ctrl+V ঘ. Ctrl+S

৪০. পেস্ট করার কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+L খ. Ctrl+C

গ. Ctrl+V ঘ. Ctrl+P

৪১. Close অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনের অংশ?

ক. New খ. Office button

গ. Insert ঘ. Clipboard

৪২. একই ডকুমেন্টকে ভিন্ন নামে save করতে কোন অপশনটি ব্যবহার করতে হয়?

ক. Save খ. Save in

গ. Save as ঘ. Save of

৪৩. অফিস বাটনের নিকটে ডান পাশের আইকন কোনটি?

ক. Copy আইকন খ. Font আইকন

গ. Save আইকন ঘ. Clipboard

৪৪. কোনো ডকুমেন্ট তৈরি করার পরের কাজ কী?

ক. নাম দেওয়া খ. সংরক্ষণ করা

গ. মুছে ফেলা ঘ. সম্পাদন করা

৪৫. লেখা সম্পাদনার প্রথম কাজ কোনটি?

ক. লেখার আকার ছোট-বড় করা

খ. বানান সংশোধন করা

গ. ছবি যোগ করা

ঘ. বক্স আকারে লেখাকে উপস্থাপন করা

৪৬. লেখা সাজানোর প্রথম কাজ কী?

ক. ফন্ট ঠিক করা

খ. বানান ঠিক করা

গ. ইনডেন্ট করা

ঘ. অক্ষরের আকার-আকৃতি বিন্যাস করা

৪৭. লেখা সম্পাদনার প্রথম কাজ কী?

ক. মার্জিন বিন্যাস খ. বানান সংশোধন

গ. আকৃতি পরিবর্তন ঘ. পৃষ্ঠার মাপ নির্ধারণ

৪৮. ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সাজসজ্জার প্রক্রিয়াকে কী বলা হয়?

ক. সাজসজ্জা খ. Font

গ. ফরমেটিং টেক্সট ঘ. ডেটা প্রসেসিং

৪৯. Font বলা হয় কোনটিকে?

ক. লেখার আকারকে

খ. লেখার সাইজকে

গ. বিভিন্ন স্টাইলের অক্ষরকে

ঘ. লেখার ধরনকে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২৫.গ ২৬.খ ২৭.ঘ ২৮.খ ২৯.ঘ ৩০.ক ৩১.ঘ ৩২.ঘ ৩৩.গ ৩৪.ক ৩৫.গ ৩৬.খ ৩৭.খ ৩৮.গ ৩৯.ক ৪০.গ ৪১.খ ৪২.গ ৪৩.গ ৪৪.খ ৪৫.খ ৪৬.ঘ ৪৭.খ ৪৮.গ ৪৯.গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]